Google Red Alert : জিমেল ইউজাররা সাবধান ! 'রেড অ্য়ালার্ট' জারি করল গুগল
Cyber Attack : সেই কারণে জিমেল ব্যবহারকারীদের জন্য 'লাল সতর্কতা' (Google Red Alert) জারি করেছে গুগল (Google)।

Cyber Attack : আপনার সঙ্গেও হতে পারে এই সাইবার প্রতারণা (Cyber Fraud)। এখন জিমেল ইউজারদের টার্গেট করছে হ্য়াকাররা। আপনার এক ভুলে সহজেই পাসাওয়ার্ড চুরি করে নিতে পারে প্রতারকরা। সেই কারণে জিমেল ব্যবহারকারীদের জন্য 'লাল সতর্কতা' (Google Red Alert) জারি করেছে গুগল (Google)।
কী বলা হচ্ছে রিপোর্টে
মেনস জার্নালের রিপোর্ট বলছে, বিশ্বব্যাপী ১.৮ বিলিয়ন জিমেল ব্যবহারকারীদের জন্য 'রেড অ্য়ালার্ট' জারি করেছে 'ওয়ার্ল্ড টেক জায়ান্ট'। গুগলের তরফে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির ফলে এই নতুন ধরনের সাইবার নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে। কোম্পানি এই ক্ষেত্রে "ইনডাইরেক্ট প্রম্পট ইনজেকশন" নামে একটি নতুন ধরনের সাইবার আক্রমণ সম্পর্কে সবাইকে সতর্ক করেছে।
ব্লগপোস্টে কী বলেছে গুগল
কোম্পানির তরফে বলা হয়েছে, এই হুমকি কেবল মানুষ নয়, ব্যবসা ও সরকারকেও প্রভাবিত করে। একটি বিস্তারিত ব্লগ পোস্টে, গুগল এই বিপদের বিষয়ে ব্যাখ্যা করেছে। যেখানে টেক জায়ান্ট বলেছে-"জেনারেটিভ এআই দ্রুত গ্রহণের সঙ্গে সঙ্গে এআই সিস্টেমগুলিতেই জালিয়াতির চেষ্টা চালানো হচ্ছে। যা শিল্প ক্ষেত্রে একটা বড় হুমকি হিসেবে সবার উদ্বেগ বাড়াচ্ছে। এই নতুন অ্যাটাকের নাম হল, 'ইনডাইরেক্ট প্রম্পট ইনজেকশন'।"
কোথায় লুকিয়ে বিপদ
এই নতুন সাইবার অ্যাটাকের বাকিদের সঙ্গে কিছু পার্থক্য রয়েছে। এই ধরনের সাইবার অ্যাটাক AI প্রম্পটে সরাসরি ক্ষতিকারক কমান্ড দেয় না। পরিবর্তে, হ্যাকাররা ইমেল, ডকুমেন্ট বা ক্যালেন্ডার ইনভিটেশনের মতো জিনিসের মধ্যে লুকোনো ইনস্ট্রাকশন দিয়ে দেয়। এই লুকনো কমান্ডগুলি AI ব্যবহারকারীর ডেটা ফাঁস করার পাশাপাশি আরও ক্ষতি করতে পারে।
গুগলের মতে, এই হুমকি সবাইকে ঝুঁকির মধ্যে ফেলেছে। বর্তমানে “যত বেশি সরকার, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্যক্তিরা আরও বেশি এআইকে কাজের ক্ষেত্রে গ্রহণ করবে, ততই এই সূক্ষ্ম কিন্তু সম্ভাব্য শক্তিশালী সাইবার থ্রেট ক্রমশ প্রাসঙ্গিক হয়ে উঠবে। এই হুমকি থেকে বাঁচতে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন হচ্ছে। ”
হ্যাকাররা পাসওয়ার্ড চুরি করার জন্য গুগল এআই জেমিনি ব্যবহার করছে
১ টেক বিশেষজ্ঞ স্কট পোল্ডারম্যান বলেছেন- হ্যাকাররা ব্যবহারকারীর তথ্য চুরি করার জন্য গুগলের এআই অ্য়াসিস্ট্যান্ট জেমিনি ব্যবহার করছে। হ্যাকাররা লুকানো কমান্ড সহ ইমেল পাঠায় যা জেমিনিকে ব্যবহারকারীর অজান্তেই পাসওয়ার্ড জানিয়ে দিতে বাধ্য করে। অন্তত তেমনই বলা হয়েছে দ্য মিররের প্রতিবেদনে।
২ এই সতর্কবার্তা তাদের জন্য আরও বেশি প্রযোজ্য, যারা ডেটিং ও রিলেশনশিপ অ্যাডভাইসের মতো ব্যক্তিগত বিষয়ের জন্য এআই ব্যবহার করেন। স্কট বলেছেন- এই প্রতারণার বিষয়টি পুরানোগুলির থেকে আলাদা, কারণ এটি "এআই-এর বিরুদ্ধে এআই-এর লড়াই"।
৩ স্কটের মতে, এই লুকনো কমান্ডগুলি এআইকে নিজের বিরুদ্ধেই কাজ করতে বাধ্য করে, যার ফলে ব্যবহারকারীরা ভুলবশত তাদের লগইন বিবরণ দিয়ে দেয়।
৪ এই সাইবার অ্য়াটাকের ক্ষেত্রে কোনও লিঙ্ক ক্লিক করার দরকার নেই। এটি তখনই ঘটে-যখন জেমিনি নিজেই অ্য়ালার্ট মেসেজে বলে-আপনি ঝুঁকির মুখোমুখি হয়েছেন।
৫ স্কট জানিয়েছেন, গুগল কখনোই আপনার লগইন বিবরণ চায় না। জেমিনির মাধ্যমে আপনার জালিয়াতি সম্পর্কিত কোনও মেসেজ পাঠাবে না।























