Health Insurance: বয়স ৬৫ পেরোলেও নিতে পারবেন স্বাস্থ্যবিমা, বড় বদল আনল IRDAI
Senior Citizen Health Cover: IRDAI জানিয়েছে যে, যে সমস্ত বিমা কোম্পানি আছে তাঁদের এটা স্পষ্টই সমস্ত গ্রাহকদের বলতে হবে যে এবার থেকে সমস্ত বয়সের মানুষই এই স্বাস্থ্যবিমা করাতে পারবেন।
Health Cover: ভারতের ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি সংক্ষেপে IRDAI সম্প্রতি স্বাস্থ্যবিমা কেনার ক্ষেত্রে সমস্ত রকম বয়সের সীমা (Health Insurance) তুলে দিয়েছে। এখন কোনও ব্যক্তির বয়স ৬৫-র উপরে হলেও তিনি নিজের জন্য স্বাস্থ্যবিমা নিতে পারেন। আগে ৬০ পেরনোর পরে আর স্বাস্থ্যবিমা নিতে পারতেন না গ্রাহকরা, এবার সেই বাধা উঠে গেল। প্রবীণ নাগরিকদের জন্য সুসংবাদ বলা চলে। এমনকী আগে থেকে কোনও রোগ থেকে থাকলে বিমা করা যেত না, এবার সেই নিয়মেও বদল আনল IRDAI।
এই স্বাস্থ্যবিমা নেওয়ার ক্ষেত্রে বয়সের সীমা সরিয়ে দেওয়ার মাধ্যমে IRDAI মূলত অনেক বেশি সংহত এবং গ্রহণযোগ্য হেলথকেয়ার ইকোসিস্টেম (Health Insurance) গড়ে তুলতে চাইছে। অনাকাঙ্ক্ষিত চিকিৎসার খরচ থেকে বাঁচাতে যথাযথ সুরক্ষা দিতে এগিয়ে আসছে IRDAI সংস্থা। বিগত ১ এপ্রিল থেকেই চালু হয়ে গিয়েছে এই নতুন স্বাস্থ্যবিমার নিয়ম। এবার যে কোনও বয়সের ব্যক্তিরা নতুন করে স্বাস্থ্যবিমা নিতে পারবেন।
একটি সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে IRDAI জানিয়েছে যে, যে সমস্ত বিমা কোম্পানি আছে তাঁদের এটা স্পষ্টই সমস্ত গ্রাহকদের বলতে হবে যে এবার থেকে সমস্ত বয়সের মানুষই এই স্বাস্থ্যবিমা করাতে পারবেন। প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত কিছু সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছে IRDAI, এর সঙ্গে সঙ্গে ক্লেইম প্রসেস এবং অভিযোগ ব্যবস্থাপনাও যাতে খুব দ্রুত হয়, সে ব্যাপারেও নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
এবার থেকে IRDAI-এর নির্দেশে কঠিন ব্যাধি নিয়েও ব্যক্তি স্বাস্থ্যবিমা করাতে পারেন। এই সমস্ত ব্যাধির মধ্যে রয়েছে ক্যানসার, হৃদরোগ, কিডনির সমস্যা, এমনকী এইডসও। এখন থেকে এই সমস্ত রোগের ভিত্তিতে আর কোনও বিমা সংস্থা বিমার দাবি অস্বীকার করতে পারবে না। এক্ষেত্রে আগে থেকে কোনও রোগ থাকলে তাঁর সময়কাল ৪৮ মাস থেকে কমিয়ে ৩৬ মাস করা হয়েছে। অর্থাৎ এই সময়ের পর থেকে যে সমস্ত রোগই হোক না কেন তা কভারেজ দেবে বিমার পলিসি। প্রিমিয়াম জমা দেওয়ার ক্ষেত্রেও সুবিধে দিয়েছে IRDAI। এক্ষেত্রে এবার থেকে পলিসিহোল্ডাররা ইনস্টলমেন্টে প্রিমিয়াম দিতে পারবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ICICI Bank: পকেটে টান পড়বে গ্রাহকদের ! বেশ কিছু পরিষেবায় চার্জ বাড়াল এই ব্যাঙ্ক