Indian Rail FTR Booking: গোটা ট্রেনটাই আপনার হতে পারে! মাত্র এই টাকাতেই হবে বুকিং!
Train Coach Booking: অনেকসময় বিয়েবাড়ি বা রাজনৈতিক কর্মসূচির জন্য গোটা ট্রেন বা বগি ভাড়া করতে হয়। সেটা কীভাবে করে?
কলকাতা: ভারতীয় রেলওয়ে (Indian Railway) দেশের লাইফলাইন। লোকাল থেকে ডেমু, মেল/এক্সপ্রেস থেকে মাল পরিবহনকারী ট্রেন- সবকিছুই দেশের অর্থনীতির বৃদ্ধিতে অবদান রাখে। রেলের আসন বুকিং অথবা রেলের মাধ্য়মে দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে মালপত্র পাঠানোর জন্য রেলের টিকিট বুক করতে হয়।
অনেকসময় বিয়ে বা কোনও অনুষ্ঠানের জন্য পুরো ট্রেন (Train Seat Booking) বুক করেন অনেকে। কখনও একটা বা দুটো কোচ বা বগি বুক করা যায়। অনেকসময় মিটিং মিছিলের জন্য গোটা ট্রেন বুক করে সংগঠনগুলি। সেসব কীভাবে হয়? কত টাকাই বা লাগতে পারে।
চিফ রিজার্ভেশন সুপারভাইজার বা কন্ট্রোলিং অফিসারের মাধ্যমে এই বুকিংয়ের জন্য আবেদন করতে হয়। চার্টার ট্রেন বা কোচ অনলাইনে বুকিং করা যায়। যে কোনও স্টেশন থেকেই এই যাত্রা করা যায়। চাটার্ড কোচ অর্থাৎ আলাদা করে কোনও কোচ বা গোটা বগি ভাড়া করা হলে, ট্রেনের সঙ্গে সেই বগি জুড়ে দেওয়া হয়। কিন্তু এটা একমাত্র সেই স্টেশনগুলিতেই করা হয় যেখানে ওই ট্রেন অন্তত ১০ মিনিট দাঁড়াবে। ফলে সব ট্রেনে চার্টার্ড বগি জোড়া যায় না।
FTR বা Full Tariff Train রেজিস্ট্রেশন করা যায় যাত্রার ৬ মাস আগে থেকে অন্তত ৩০ দিন আগে পর্যন্ত।
প্রযুক্তি এবং পরিকাঠামোগত সব সুবিধার কথা মাথায় রেখে গ্রাহকরা FTR-এ ২ কোচ বুক করতে পারেন। একটি গোটা FTR-এ ২৪টি বগিও বুক করতে পারেন কেউ। যার মধ্যে ২টি SLR কোচ বা জেনারেটর কার থাকবে।
কত টাকা দিতে হয়?
কী ধরনের বুকিং, কোথা থেকে কোথায় যাত্রা, কোন রুট এবং বাকি সব তথ্য অনলাইন ফর্মের (Online Train Booking) মাধ্যমে জমা করতে হবে। এর সঙ্গে রেজিস্ট্রেশন এবং সিকিউরিটি ডিপোজিট (Security Deposit) হিসেবে প্রতি বগিপিছু ৫০ হাজার টাকা জমা দিতে হবে। যদি ১৮ বগির কম ট্রেনও বুক করা হয়, তাহলেও ১৮টি বগির রেজিস্ট্রেশন বাবদ গোটা টাকাটাই দিতে হবে।
কীভাবে আবেদন?
IRCTC-এর অফিসিয়াল FTR ওয়েবসাইট- www.ftr.irctc.co.in
এখানে যেতে হবে।
User ID এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। যদি না থাকে তাহলে আগে সেটা তৈরি করে নিতে হবে।
কী ধরনের পরিষেবা চান, সেটা বেছে নিতে হবে এবার।
এবার সব তথ্য দিয়ে দিলেই পেমেন্ট অপশন আসবে।
যে পদ্ধতিতে সুবিধা সেইভাবে পেমেন্ট করে দিতে হবে।
আরও খুঁটিনাটি:
যতটা সম্ভব আগে থেকে সংরক্ষণের আবেদন করলে ভাল হয়। সর্বাধিক ৬ মাস আগে থেকে করা যায়।
সিকিউরিটি ডিপোজিট দিতেই হবে। যাত্রার শেষে যা পাওয়া যাবে
কেটারিং পরিষেবাও দিয়ে থাকে রেল। একাধিক অপশন থেকে বেছে নেওয়া যায়।
আরও পড়ুন: দেশেই আরও তেল উত্তোলন! বছরে খরচ বাঁচবে ১০০০০ কোটি টাকা?