EPFO Update: আটকে গেছে প্রভিডেন্ট ফান্ডের টাকা ? এই কয়েক ধাপে জেনে নিন পিএফ স্ট্যাটাস
EPFO Claim Status Check: প্রভিডেন্ট ফান্ডের টাকা আটকে গেলে চিন্তার কিছু নেই। কিছু সহজ ধাপে জেনে নিতে পারেন কোথায় আটকে আপনার টাকা।
EPFO Claim Status Check: প্রভিডেন্ট ফান্ডের টাকা আটকে গেলে চিন্তার কিছু নেই। কিছু সহজ ধাপে জেনে নিতে পারেন কোথায় আটকে আপনার টাকা। সেই ক্ষেত্রে পিএফ স্ট্যাটাস চেক করলেই জানতে পারবেন পরিস্থিতি।
Provident Fund: ঘরে বসেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-র সুবিধা পান কর্মচারীরা। EPF পোর্টালের মাধ্যমে PFঅ্যাকাউন্টের তথ্য চেক করতে পারেন, একজন নমিনি যোগ করতে পারেন আপনি । রয়েছে আরও অনেক সুবিধা। কর্মচারীদের ভবিষ্যৎ তহবিলের অধীনে নিয়োগকর্তা ও কর্মচারী উভয়ই PF অ্যাকাউন্টে নিজেদের অবদান রাখেন। যার ওপর নির্ভর করে সরকার ইপিএফ অ্যাকাউন্টে জমা পরিমাণের ওপর সুদ দেয়। বর্তমানে কর্মচারীদের ৮. ১০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।
EPFO Update: আপনি EPF পোর্টালে (EPF Online)আপনার PF অ্যাকাউন্টে জমা করা টাকার ক্লেইম করতে পারবেন।সেই ক্ষেত্রে পিএফ-এ ক্লেইম আপনার অ্যাকাউন্টে না এলে অনলাইনে স্ট্যাটাস পারেন। সেখানেই জানতে পারবেন আপনার PF-এর টাকা কোথায় আটকে আছে।
EPFO Claim Status Check: কীভাবে অনলাইনে EPF ক্লেইম চেক করবেন?
প্রথমে EPF পোর্টালে যান।
এখন সার্ভিস ট্যাবের অধীনে 'পরিষেবা' বিকল্পে ক্লিক করুন।
এর পরে পরিষেবার অধীনে 'ক্লেম স্ট্যাটাস'-এ যান।
'ক্লেম স্ট্যাটাস'-এ ক্লিক করলে, পাসবুক সহ পৃষ্ঠাটি খুলবে। যেখানে আপনাকে UAN পাসওয়ার্ড ও ক্যাপচা কোড দিয়ে লগ ইন করতে হবে।
এখন আপনি ক্লেইমের স্ট্যাটাস বিকল্পে ক্লিক করে সম্পূর্ণ বিবরণ দেখতে পারবেন
EPFO-র অধীনে আর কী কী সুবিধা রয়েছে ?
কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা (EPFO) ১৫ নভেম্বর ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রত্যেক কর্মচারীর পিএফ অ্যাকাউন্ট কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থার অধীনে খোলা হয়। এটি কর্মচারীদের অনেক সুবিধা দেয়। যার মধ্যে ভবিষ্যতের জন্য তহবিল, বিমা, পেনশনের সুবিধাগুলি দেওয়া হয়। এর সঙ্গে সম্পর্কিত যেকোনও কাজ যেমন ব্যালেন্স চেক, পিএফ অ্যাকাউন্টের তথ্য, পিএফ-এ নমিনি যোগ করা ও পেনশন স্কিমের জন্য আবেদন করা ইত্যাদি ইউএএন নম্বর ও পাসওয়ার্ডের সাহায্যে আপনার ঘরে বসে অনলাইনে করা যেতে পারে।
EPFO Update: আমি কখন টাকা তুলতে পারেন
কর্মচারীরা একটি নির্দিষ্ট সময় বা অবসরের পরে এই অ্যাকাউন্টের অধীনে জমা টাকা তুলতে পারেন। অন্যদিকে, আপনি যদি EPF অ্যাকাউন্টের মাধ্যমে পেনশন পেতে চান, তাহলে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে টাকা রাখতে পারেন, যা অবসর নেওয়ার পরে আপনাকে প্রতি মাসে এই পরিমাণ পেনশন হিসাবে দেওয়া হবে।