PAN-Aadhar Link: প্যান-আধার লিঙ্কে সমস্যা? কী কী করবেন? আর বেশি সময় নেই হাতে
Utility Tips: যদি বর্তমানে প্যান-আধার লিঙ্ক করতে গিয়ে সমস্যায় পড়লে কী কী করবেন? একনজরে দেখে নিন সহজ কিছু টিপস।
PAN-Aadhar Link: প্যান-আধার লিঙ্ক করিয়েছেন? এখনও করাননি? হাতে কিন্তু আর বেশিদিন সময় নেই। সমস্যায় পড়তে না চাইলে ৩০ জুনের মধ্যে অতি অবশ্যই প্যান-আধার লিঙ্ক করে নিতে হবে। ৩০ জুনের মধ্যেও প্যান-আধার লিঙ্ক করতে হলে কিন্তু জরিমানা দিতে হবে ১০০০ টাকা। আগে এই পরিমাণ ছিল ৫০০ টাকা। ৩০ জুনের মধ্যে প্যান-আধার লিঙ্ক না করলে প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে এবং তাকে জরিমানাও দিতে হবে। আয়কর বিভাগ বলেছে, আয়কর আইন ১৯৬১-র আওতায় সব প্যান কার্ড হোল্ডার যারা ছাড়ের বিভাগে পড়েন না, তাদের আধারের সঙ্গে প্যান লিঙ্ক করতে হবে। যদি প্যান কার্ড আধারের সাথে লিঙ্ক করা না থাকে, তাহলে আপনি মিউচুয়াল ফান্ড, ডিম্যাট অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। কারণ এই সবের জন্য প্যান কার্ড প্রয়োজন। আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক না করার কারণে যদি প্যান কার্ড লক হয়ে যায় তবে আপনি এমন কোনও সুবিধা নিতে পারবেন না, যেখানে প্যান কার্ড বাধ্যতামূলক। তাই আপনি যদি এখনও প্যান ও আধার কার্ড লিঙ্ক না করে থাকেন তাহলে শীঘ্রই এই কাজটি সম্পূর্ণ করুন।
বর্তমানে প্যান-আধার লিঙ্ক করতে গিয়ে সমস্যায় পড়লে কী কী করবেন?
- সবার আগে ভালভাবে দেখে নিন যে আপনার প্যান এবং আধার কার্ডে যেন নাম, জন্ম তারিখ, লিঙ্গ- এইসব তথ্য সঠিক থাকে। এগুলোকে বলে ডেমোগ্রাফিক ডিটেলস। দুটো কার্ডেই যেন একই রকমের ডেমোগ্রাফিক ডিটেলস থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
- প্যান-আধার লিঙ্ক করার আগে অনলাইনে এই দুই কার্ডের যাবতীয় তথ্য আপডেট করে নেওয়া প্রয়োজন। কারণ প্যান কার্ড বা আধার কার্ডে তথ্য আপডেট করা না থাকলে প্যান-আধার লিঙ্ক করা সম্ভব হবে না।
- প্যান কার্ড আপডেট করার জন্য ইউজারদের যেতে হবে www.pan.utiisl.com- এই ওয়েবসাইটে। আর আধার কার্ড আপডেট করার জন্য ইউজারদের খুলতে হবে ইউআইডিএআই- এর অফিশিয়াল ওয়েবসাইটে।
- সমস্ত তথ্য আপডেট করার পর প্যান এবং আধার কার্ড লিঙ্ক করার চেষ্টা করুন ইনকাম ট্যাক্স অর্থাৎ আয়কর বিভাগের ই-পোর্টালের মাধ্যমে।
- এরপরেও যদি আপনার প্যান-আধার লিঙ্ক না হয়, তাহলে বায়োমেট্রিক অথেনটিফিকেশনের পথে এগোতে হবে। এক্ষেত্রে ৫০ টাকা চার্জ লাগবে যা দিতে হবে প্যান সার্ভিস প্রোভাইডারদের সেন্টারদের।
আরও পড়ুন- কিছুতেই কাটছে না আর্থিক সঙ্কট ? বাস্তুর এই সহজ উপায়ে ফিরতে পারে হাল !