(Source: ECI/ABP News/ABP Majha)
ATM Cash Withdrawal: QR কোড স্ক্যান করেই মিলবে নগদ! এবার UPI ATM
UPI ATM: এই ধরনের ATM কীভাবে ব্যবহার করা যাবে। কোন কোন ধাপ পেরিয়ে হাতে আসবে নগদ?
নয়াদিল্লি: অনলাইন পদ্ধতিতে টাকা লেনদেন, এখন সারা ভারতে UPI পদ্ধতিতেই ভরসা করছেন সকলে। দেশে এখন Unified Payments Interface (UPI) সবচেয়ে দ্রুত বেড়ে চলা পেমেন্ট পদ্ধতি এটি। ডিজিটাল পদ্ধতিতে লেনদেন এখন যা হচ্ছে তার ৫০ শতাংশই UPI পদ্ধতিতে হয়েছে। এবার দেশে বসল UPI ATM. মঙ্গলবার দেশে বসেছে প্রথম UPI ATM.
হিতাচি পেমেন্ট সার্ভিসেসের ( Hitachi Payment Services) হাত ধরে দেশের প্রথম UPI ATM এল, একে বলা হচ্ছে হোয়াইট লেবেল এটিএম। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (National Payments Corporation of India) বা NPCI-এর সঙ্গে হাত মিলিয়ে এই এটিএম আনা হয়েছে।
Interoperable, card-less, convenient, and secure— #UPIATM!
— Dharmendra Pradhan (@dpradhanbjp) September 7, 2023
Bharat’s Techade! 🇮🇳 pic.twitter.com/u21DATlnTy
ক্যাশ বিজনেস হিতাচি পেমেন্ট সার্ভিসেস-এর MD এবং CEO সুনীল ভিকামসে বলেন, 'কোনও ব্যাঙ্কের গ্রাহক এর মাধ্য়মে QR কোডের উপর ভিত্তি করে নগদ তুলতে পারবেন।
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (National Payments Corporation of India)-এর তরফে বলা হয়েছে, 'এটিএম লেনদেনের কাজে ব্য়াঙ্ক গ্রাহকদের এই সুবিধা দিতে পেরে আমরা খুশি। UPI-ATM-এর পথচলা ব্যাঙ্কিং পরিষেবার জন্য একটি মাইলস্টোন। সাবেকি এটিএম-এর মাধ্যমেই আরও সহজে টাকা তোলা এবং তার সঙ্গেই UPI-এর নিরাপত্তা দেওয়া হয়েছে এখানে। দ্রুত যাতে গ্রাহক হাতে টাকা পায়, বিশেষ করে ভারতের প্রত্যন্ত এলাকায় যেখানে এটিএম কার্ড পৌঁছয়নি, সেখানেই এর মাধ্যমে সহজে টাকা তোলা যাবে।' এই UPI-ATM-এর মাধ্যমে
কীভাবে টাকা তোলা যাবে এই UPI ATM-এ?
প্রথমে কত টাকা তোলা হবে তা ঠিক করে নিতে হবে।
এরপর ওই পরিমাণ টাকা তোলার জন্য নির্দিষ্ট UPI QR কোড দেখানো হবে
নিজের UPI অ্যাপ ব্যবহার করে সেই QR কোড স্ক্যান করে নিতে হবে
এরপর লেনদেন করার জন্য আপনাকে আপনার UPI পিন দিতে হবে
এরপর ওই পরিমাণ নগদ আপনার হাতে চলে আসবে।
এখন এটিএম মানে কার্ড ব্য়বহার করতে হবে। কার্ড-লেস লেনদেন বলতে এখন মোবাইল নম্বর এবং ওটিপির উপর ভরসা করতে হয়। এই UPI-ATM গুলি QR কোড স্ক্যান করেই টাকা মিলবে। তবে তার জন্য গ্রাহকদের ফোনে UPI অ্যাপ থাকতে হবে। তাহলেই এই লেনদেন করা সম্ভব।
আরও পড়ুন: আরও পড়ুন: প্যাকেটে বিস্কুট কম? ১ লক্ষ টাকা জরিমানা গুনবে সংস্থা