FD Rate Hike: ফিক্সড ডিপোজিটে আরও সুদ, এই ব্যাঙ্ক দিচ্ছে দারুণ সুযোগ
ICICI Bank FD Rate: বিনিয়োগকারীদের আরও লাভের সুযোগ দিচ্ছে বেসরকারি এই ব্যাঙ্ক (Private Bank)। এখন এই ব্যাঙ্কের স্থায়ী আমানতে (Fixed Deposit)টাকা রেখে আরও বেশি সুদের সুবিধা পাবেন বিনিয়োগকারীরা।
ICICI Bank FD Rate: বিনিয়োগকারীদের আরও লাভের সুযোগ দিচ্ছে বেসরকারি এই ব্যাঙ্ক (Private Bank)। এখন এই ব্যাঙ্কের স্থায়ী আমানতে (Fixed Deposit)টাকা রেখে আরও বেশি সুদের সুবিধা পাবেন বিনিয়োগকারীরা। জেনে নিন, বেসরকারি এই ব্যাঙ্কে কত দিনের মেয়াদে কত সুদ দিচ্ছে।
FD Rate Hike: কেন এই সুদের হার বৃদ্ধি ?
বিশ্বের অর্থনীতির প্রভাব পড়েছে ভারতেও। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে ভারত-সহ সারা বিশ্বের শেয়ারবাজারে ব্যাপক পতন শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বাজারে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন বিনিয়োগকারীরা। সেই ক্ষেত্রে ঝুঁকিমুক্ত পরিবেশ বেছে নিচ্ছেন আমানতকারীরা। মে ও জুন মাসে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট দুবার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এমন পরিস্থিতিতে রেপো রেট 0.90% বৃদ্ধি পেয়েছে। তাই বাধ্য হয়েই সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্কগুলি।
ICICI Bank FD Rate: কত সুদের হার বাড়াল ব্যাঙ্ক ?
রেপো রেট বৃদ্ধির পর থেকে অনেক ব্যাঙ্ক তাদের FD ও সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশের অনেক বড় সরকারি ব্যাঙ্ক যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইত্যাদি তাদের FD-তে সুদের হার বাড়িয়েছে। এখন বেসরকারি খাতের বড় ব্যাঙ্ক অর্থাৎ আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank FD Rate) তাদের 2 থেকে 5 কোটি টাকার এফডি-তে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন সুদের হার 28 জুন, 2022 থেকে কার্যকর করা হয়েছে। এর আগেও এফডির সুদের হার বাড়িয়েছিল এই ব্যাঙ্ক। ব্যাঙ্কটি 2 থেকে 5 কোটি টাকার FD-এ 3.10 শতাংশ থেকে 5.70 শতাংশ পর্যন্ত সুদের হার অফার করছে। জেনে নিন কত মেয়াদে কত সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক।
ICICI ব্যাঙ্কের 2 থেকে 5 কোটি টাকার FD-তে সুদের হার-
7 থেকে 14 দিনের FD - 3.10%
15 থেকে 29 দিনের FD - 3.10%
30 থেকে 45 দিনের FD - 3.25%
46 থেকে 60 দিনের FD - 3.50%
61 থেকে 90 দিন পর্যন্ত FD - 4.00%
91 থেকে 120 দিনের FD - 4.75%
121 থেকে 150 দিনের FD - 4.75%
151 থেকে 184 দিনের FD - 4.75%
185 দিন থেকে 210 দিন পর্যন্ত FD - 5.25%
211 দিন থেকে 270 দিন পর্যন্ত FD - 5.25%
271 দিন থেকে 289 দিন - 5.35%
290 দিন থেকে 1 বছরের কম - 5.35%
1 বছর থেকে 389 দিন-5.50%
390 দিন থেকে 15 মাসের কম-5.50%
15 মাস থেকে 18 মাস - 5.50%
18 মাস থেকে 2 বছর - 5.70%
2 থেকে 3 বছর -5.70%
3 থেকে 5 বছর -5.75%
5 থেকে 10 বছর পর্যন্ত FD - 5.75%
FD Rate Hike: ২২ জুন ২ কোটির কম FD-তে সুদের হার বাড়িয়েছে ব্যাঙ্ক
ICICI ব্যাঙ্ক সম্প্রতি 22 জুন 2 কোটির কম FD-তে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। ব্যাঙ্ক 2 কোটির কম FD-এ 2.75% থেকে 5.75% পর্যন্ত সুদের হার দিচ্ছে। অন্যদিকে, প্রবীণ নাগরিকরা বিভিন্ন মেয়াদে 3.25% থেকে 6.50% সুদ পাচ্ছেন।