PM Kisan Scheme: পিএম কিষাণের জন্য আবেদন করেছিলেন ? তালিকা প্রকাশ করেছে সরকার
PM Kisan Samman Nidhi Yojana: কৃষকদের জন্য রয়েছে সুখবর। আপনিও যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ১১ তম কিস্তির জন্য আবেদন করে থাকেন, তাহলে শীঘ্রই করুন এই কাজ।
PM Kisan Samman Nidhi Yojana: কৃষকদের জন্য রয়েছে সুখবর। আপনিও যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 11 তম কিস্তির জন্য আবেদন করে থাকেন, তাহলে শীঘ্রই করুন এই কাজ। জেনে নিন 2000 টাকার পরবর্তী কিস্তি আপনার অ্যাকাউন্টে আসবে কি না। সরকার ইতিমধ্যেই এই তালিকা জারি করেছে।
PM Kisan Scheme: ২০০০ টাকা করে দেয় সরকার
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির আওতায় কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য 2000 টাকার তিনটি কিস্তি ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। এখনও পর্যন্ত সরকার ১০টি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়েছে। গত ১ জানুয়ারি দশম কিস্তির টাকা হস্তান্তর করে সরকার।
PM Kisan Scheme: কবে অ্যাকাউন্টে টাকা আসবে জানেন?
পিএম কিষাণ প্রকল্পের আওতায় 1 এপ্রিল থেকে 31 জুলাইয়ের মধ্যে কৃষকদের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়। দ্বিতীয় কিস্তির টাকা 1 অগাস্ট থেকে 30 নভেম্বরের মধ্যে অ্যাকাউন্টে পাঠানো হয়। কৃষকরা তৃতীয় কিস্তির টাকা ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে পেয়ে থাকেন। সেই অনুযায়ী এপ্রিলের শুরুতে কৃষকদের অ্যাকাউন্টে ১১তম কিস্তির টাকা চলে যাবে।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (প্রধানমন্ত্রী কিষাণ) ১১তম কিস্তির অপেক্ষা শীঘ্রই শেষ হতে চলেছে। সাধারণত এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে দেশের কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে একাদশ কিস্তির টাকা যায়। এবার সেই টাকা গত বছরের মতো মে মাসেই কৃষকদের অ্যাকাউন্টে চলে আসবে বলে খবর।
PM Kisan Scheme: ই-কেওয়াইসি করা দরকার
এই প্রকল্পের অধীনে, সরকার সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা পাঠায়। ১১তম কিস্তি পাঠানোর আগে, সরকার এই প্রকল্পে একটি বড় পরিবর্তন করেছে। এই স্কিমের আওতার অর্থ এখন কেবলমাত্র সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে, যারা ই-কেওয়াইসি জমা দিয়েছেন। বর্তমানে ই-কেওয়াইসি বাধ্যতামূলক করেছে সরকার। প্রকল্পে যেকোনও ধরনের জালিয়াতি রুখতে এই পদক্ষেপ নিয়েছে সরকার। আপনি যদি এখনও ই-কেওয়াইসি না করে থাকেন তবে যত তাড়াতাড়ি সম্ভব এটি করে ফেলুন। অন্যথায় আপনি ২০০০ টাকার সুবিধা পাবেন না। এ জন্য সরকার ৩১ মে ২০২২ সময়সীমা বেঁধে দিয়েছে।
PM Kisan Scheme: এইভাবে বুঝবেন টাকা আসছে
আপনি https://pmkisan.gov.in/ পোর্টালে গিয়ে আপনার পুরোনো পেমেন্টের স্ট্যাটাস চেক করতে পারেন। আপনি যদি পোর্টালে রিকোয়েস্ট ফর ট্রান্সফার (RFT) দেখেন, তাহলে এর মানে হল রাজ্য সরকার আপনার ডেটা যাচাই করেছে। এখন আপনি শীঘ্রই কিস্তির টাকা পাবেন। সরকার কিস্তির টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করেছে।
আরও পড়ুন : Aadhar-Pan Update: এই টাকার লেনদেনে প্যান-আধার বাধ্যতামূলক , এই তারিখ থেকে কার্যকর হবে নিয়ম