SBI interest rates: স্থায়ী আমানতে সুদের হার বাড়াল SBI,দেখে নিন কত বাড়ল ইন্টারেস্ট
SBI hikes interest rates: স্থায়ী আমানতে ফের সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। fixed deposit (FD)-তে ২ বছরের বেশি মেয়াদকালে এই সুদের হার বাড়িয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
SBI hikes interest rates: স্থায়ী আমানতে ফের সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। fixed deposit (FD)-তে ২ বছরের বেশি মেয়াদকালে এই সুদের হার বাড়িয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
SBI interest rates: আরও একবার ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল SBI। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ১৫ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম লাগু করেছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই সুদের হার বৃদ্ধির কথা নিজেদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে স্টেট ব্যাঙ্ক।
SBI hikes interest rates: ২-৩ বছরের মেয়াদে স্থায়ী আমানতের সুদের হার আগের ৫.১০ শতাংশ থেকে বাড়িয়ে ৫.২০ শতাংশ করা হয়েছে। ইতিমধ্যেই ২-৫ বছরের স্থায়ী আমানতের মেয়াদের হার ১৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৪৫ শতাংশ করা হয়েছে। একই মেয়াদে সুদের হার আগে ছিল ৫.৩৫ শতাংশ। এ ছাড়াও ৫-১০ বছর মেয়াদে স্থায়ী আমানতের সুদের হার ৫.৫০ শতাংশ পর্যন্ত সংশোধন করা হয়েছে।সংশোধিত সুদের হার ২ কোটিরও কম স্থায়ী আমানতের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
SBI interest rates: যদিও স্বল্পমেয়াদে স্থায়ী আমানতের ওপর সুদের হার অপরিবর্তিত রেখেছে ব্যাঙ্ক। ১-২ বছর মেয়াদের স্থায়ী আমানতে ৫.১০ শতাংশ সুদ দিচ্ছে SBI। পাশাপাশি ২১১ দিন থেকে ১ বছরের মেয়াদে স্থায়ী আমানতে সুদের হার বর্তমানে অপরিবর্তিত ৪.৪০ শতাংশ রেখেছে কোম্পানি। ১৮০-২১০ দিনের FD-র সুদের হারও ৪.৪০ শতাংশই রেখেছে স্টেট ব্যাঙ্ক।
SBI Update: গত সপ্তাহেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার আর্থিক নীতি প্রকাশ করেছে। যেখানে রেপো ও রিভার্স রেপা রেট অপরিবর্তিত রাখে RBI। সেই অনুযায়ী দেশে রেপো রেট বর্তমানে ৪ শতাংশ ও রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশে দাঁড়িয়েছে।আরবিআইয়ের অবস্থান অনুসরণ করে HDFC Bank, Central Bank of India, UCO Bank স্থায়ী আমানতের সুদের হারসংশোধন করেছে। এই সংশোধিত সুদের হার ২ কোটি টাকার স্থায়ী আমানতের ক্ষেত্রে প্রযোজ্য। HDFC ব্যাঙ্কের জন্য ১৪ ফেব্রুয়ারি থেকে ও Central Bank ও UCO ব্যাঙ্কের ক্ষেত্রে ১০ ফেব্রুয়ারি থেকে এই হারগুলি কার্যকর হয়েছে৷