SBI FD Interest Rates: FD-তে সুদের হার বাড়াল SBI, দেখে নিন পুরো তালিকা
SBI FD Interest Rates: সম্প্রতি ব্যাঙ্কের বেস রেট 0.10 শতাংশ বা 10 বেসিস পয়েন্ট (bps) বাড়িয়েছে SBI। ১৫ ডিসেম্বর থেকে কার্যকরী হয়েছে দেশের বৃহত্তম ব্যাঙ্কের এই ঘোষণা।
SBI revises interest rates : ফিক্সড ডিপোজিটে (Fixed deposits) সুদের হার বাড়াল State Bank of India (SBI)। ১৫ ডিসেম্বর থেকে কার্যকরী হয়েছে দেশের বৃহত্তম ব্যাঙ্কের এই ঘোষণা।
SBI FD Interest Rates : সম্প্রতি ব্যাঙ্কের বেস রেট 0.10 শতাংশ বা 10 বেসিস পয়েন্ট (bps) বাড়িয়েছে SBI। নতুন আমানতকারী ছাড়াও যাদের অ্যাকাউন্টের মেয়াদ পূর্ণ হয়েছে, নির্দিষ্ট সময় অনুসারে এমন গ্রাহকরা FD-র নতুন সুদের হার লাভ করবেন।
SBI revises interest: সুদের হারে সাম্প্রতিক সংশোধনের পর, সাধারণ নাগরিকের জন্য SBI FD-র সুদের হার একটি নির্দিষ্ট মেয়াদ শেষে 2.9 শতাংশ থেকে 5.54 শতাংশ রাখা হয়েছে। কেবল প্রবীণ নাগরিকরা এই আমানতের উপর 50 বেসিস পয়েন্ট (bps) অতিরিক্ত পাবেন।ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট অনুসারে, SBI 2 কোটি টাকার নিচে FD-এর সুদের হার 'ফ্রোজেন' বা স্থির রেখেছে। তবে ডোমেস্টিক ডিপোজিটের ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক 2 কোটি টাকার ওপরে আমানত হলে 10 বেসিস পয়েন্ট বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।
SBI latest FD interest rates : দেখে নিন স্টেট ব্যাঙ্কের সাম্প্রতিক FD-র ওপর সুদের হার
মেয়াদ কাল সুদের হার
7 দিন - 45 দিন 2.9%
46 দিন - 179 দিন 3.9%
180 দিন - 210 দিন 4.4%
211 দিন - 1 বছরের কম 4.4%
1 বছর - 2 বছরের কম 5%
2 বছর - 3 বছরের কম 5.1%
3 বছর - 5 বছরের কম 5.3%
5 বছর ও 10 বছর পর্যন্ত 5.4%
SBI 3-in-1 Account Facility: এখানেই শেষ নয়। সম্প্রতি গ্রাহকদের সুবিধা দিতে 3-in-1 অ্যাকাউন্ট পরিষেবা শুরু করেছে State Bank of India (SBI)। এ বার থেকে এক অ্যাকাউন্টেই পাবেন তিনটি কাজের সুবিধা।
SBI Customer Announcement: এতদিন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডিম্যাট অ্যাকাউন্ট ছাড়াও অনলাইন ট্রেডিং অ্যাকাউন্ট আলাদা করে খুলতে হত স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের। এখন থেকে আর সেই ঝক্কি পোহাতে হবে না। আগে শেয়ার বাজারে খাতা খুলতে ডিম্যাট ছাড়াও আলাদা করে অনলাইন ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হত কাস্টমারদের। নতুন 3-in-1 Account খুললে যা আলাদা করে করতে হবে না। SBI জানিয়েছে, গ্রাহকদের কাগজমুক্ত লেনদেন উৎসাহ দিতেই এই সুবিধা নিয়ে এসেছে তারা।
Scam Alert: ব্যাঙ্কিংয়ের নথি চুরি করছে এই অ্যাপ! আপনার মোবাইলে নেই তো ?
New card Payment rules: কার্ডের বদলে টোকেন ? নতুন বছরে লেনদেনের জন্য কী করণীয় আপনার
Bank Deposit Charge : এই ব্যাঙ্কে ১০,০০০ টাকার বেশি রাখলে লাগবে চার্জ, ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম