(Source: ECI/ABP News/ABP Majha)
Fixed Deposit: স্থায়ী আমানতে ৯.৫ শতাংশ পর্যন্ত সুদ মিলছে এই ব্যাঙ্কে, আপনার আমানত আছে ?
Small Finance Bank: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ছাড়াও কিছু কিছু স্মল ফিনান্স ব্যাঙ্কে উচ্চ হারে সুদ দেওয়া হয়। এর মধ্যে কোনওটিতে আবার ৯.৫ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে প্রবীণ নাগরিকদের আমানতের উপর।
FD Interest Rate: বিভিন্ন ব্যাঙ্কে স্থায়ী আমানতের উপর উচ্চ সুদের হার দেওয়া হয়। প্রবীণ নাগরিকদের জন্য এক্ষেত্রে প্রায় সমস্ত ব্যাঙ্কেই সুদের হার সাধারণের থেকে বেশিই থাকে। সাধারণ মধ্যবিত্তদের কাছে স্থায়ী আমানতই বিনিয়োগের অন্যতম সহজ মাধ্যম আর এর মাধ্যমে সারা বছর ধরে বা মেয়াদের মধ্যে সরাসরি একটা নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায়। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ছাড়াও কিছু কিছু স্মল ফিনান্স ব্যাঙ্কে উচ্চ হারে সুদ দেওয়া হয়। AU Small Finance, ESAF Small Finance ব্যাঙ্ক তাঁদের মধ্যে অন্যতম যেখানে প্রবীণ নাগরিকদের জন্য স্থায়ী আমানতের উপর ৯.৫ শতাংশ সুদ পাওয়া যায়।
AU Small Finance ব্যাঙ্কে ১৮ মাসের স্থায়ী আমানতের উপর ৮.৫০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে এবং ESAF Small Finance ব্যাঙ্কে স্থায়ী আমানতের উপর ২-৩ বছরের মেয়াদে মিলছে ৮.৭৫ শতাংশ পর্যন্ত সুদ। এখানেই শেষ নয়।
Equitas Small Finance Bank-এ ৭ থেকে ১০ দিনের মেয়াদে ৩.৫ থেকে ৮.৫ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়। ৪৪৪ দিনের মেয়াদে এই ব্যাঙ্কে স্থায়ী আমানতে প্রবীণ নাগরিকরা ৮.৭৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। Fincare Small Finance-এ অ্যাকাউন্ট থাকলে ৪৪৪ দিনের মেয়াদে ৯ শতাংশ পর্যন্ত সুদের হার মিলছে। প্রবীণ নাগরিকরা অন্যান্য অনেক ব্যাঙ্কের থেকে এখানে বেশি সুদ পাবেন তুলনায়।
আবার Jana Small Finance ব্যাঙ্কেও ৩৬৫ দিনের মেয়াদে প্রবীণ নাগরিকরা ৯ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। Ujjivan Small Finance ব্যাঙ্কে স্থায়ী আমানত থাকলে ১৫ মাসের মেয়াদে ৯ শতাংশ সুদের হার মিলছে। আবার Utkarsh Small Finance ব্যাঙ্কে ২ থেকে ৩ বছরের জন্য স্থায়ী আমানতের উপর ৯.১০ শতাংশ সুদের হার দেওয়া হচ্ছে।
সবশেষে বলতে হয়, Unity Small Finance Bank-এর সুদের ব্যাপারে। সমস্ত ব্যাঙ্কের থেকে এখানে স্থায়ী আমানতের উপর প্রবীণ নাগরিকরা পাবেন ৯.৫ শতাংশ সুদ। তাও ১০০১ দিনের মেয়াদে মিলবে এই আকর্ষণীয় সুদের হার।
এই বছরের শুরুতেই অ্যাক্সিস ব্যাঙ্ক এবং ইন্ডাসইন্ড ব্যাঙ্কে স্থায়ী আমানতের সুদের হারে বদল আনা হয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে অ্যাক্সিস ব্যাঙ্কে স্থায়ী আমানতে পাওয়া যাচ্ছে ৪.৮ থেকে ৭.৮৫ শতাংশ পর্যন্ত সুদ। অন্যদিকে ইন্ডাসইন্ড ব্যাঙ্কে ২ কোটি টাকার কম আমানতের উপর প্রবীণ নাগরিকদের জন্য ৮.২৫ শতাংশ সুদের হার ধার্য করা হয়েছে ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে।