Government Scheme: মহিলারা পাবেন ২লক্ষ ২০ হাজার টাকা ! প্রধানমন্ত্রী নারী শক্তি যোজনার এই বার্তা পেয়েছেন ?
Viral Video: প্রধানমন্ত্রী নারী শক্তি যোজনা-র আওতায় মহিলাদের নগদ ২ লক্ষ ২০ হাজার টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সঙ্গে রয়েছে ২৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুযোগ। সম্প্রতি ইউটিউবে ছড়িয়ে পড়েছে এই ভিডিও।
Viral Video: প্রধানমন্ত্রী নারী শক্তি যোজনা-র আওতায় মহিলাদের নগদ ২ লক্ষ ২০ হাজার টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এখানেই শেষ নয়, সঙ্গে রয়েছে ২৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুযোগ। সম্প্রতি ইউটিউবে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। আপনিও এই বার্তা পেয়েছেন নাকি ? সম্প্রতি সরকারের এই বার্তা নিয়ে ট্যুইট করেছে প্রেস ইনফরমেশমন ব্যুরো। জেনে নিন ট্যুইটে কী বলেছে সংস্থা ?
PIB Fact Check: কী বলছে পিআইবি ?
এই নিয়ে অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে বার্তা দিয়েছে PIB। যেখানে সংস্থার তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের স্কিমের নামে একটি ইউটিউব ভিডিও বার্তা চারিদিকে ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হচ্ছে, কেন্দ্রীয় সরকার 'প্রধানমন্ত্রী নারী শক্তি যোজনা'-র আওতায় সব মহিলাদের নগদ ২ লক্ষ ২০ হাজার টাকা দেবে। সেই সঙ্গে থাকছে ২৫ লক্ষ টাকা ঋণের সুযোগ।
Viral Video: ভুয়ো ভিডিয়ো ভাইরাল
সম্প্রতি এই ভিডিয়োর সত্যতা যাচাই করেছে পিআইবি। যেখানে বলা হয়েছে, এই দাবি সম্পূর্ণ ভুয়ো। কেন্দ্রীয় সরকার এই ধরনের কোনও প্রকল্প চালাচ্ছে না। আপনি যদি সরকারের কোনও প্রকল্প সম্পর্কে তথ্য পেতে চান, তবে সরকারের অফিশিয়াল ওয়েবসাইটটি দেখুন।
PIB Fact Check: এই ধরনের বার্তা থেকে সাবধান
সত্যতা যাচাইয়ের পর পিআইবি এই বার্তাকে সম্পূর্ণ ভুয়ো বলেছে। পিআইবি বলেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ধরনের বার্তা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। পিআইবি জনগণকে এই ধরনের বার্তা ফরোয়ার্ড না করতে অনুরোধ করছে। এই ধরনের বার্তায় বিভ্রান্ত হয়ে আপনি আপনার ব্যক্তিগত তথ্য ও অর্থ ঝুঁকির মধ্যে ফেলছেন।
Government Scheme: কোন বার্তা ভুয়ো জানবেন কীভাবে ?
এই ধরনের প্রতারণামূলক বার্তা থেকে বাঁচতে আপনি আপনি ফ্যাক্ট চেকও করতে পারেন।সেই ক্ষেত্রে আপনি PIB-র মাধ্যমে সত্যতা যাচাই করতে পারেন। এর জন্য আপনাকে অফিশিয়াল লিঙ্ক https://factcheck.pib.gov.in/ দেখতে হবে। এছাড়াও আপনি ভিডিওটি পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর +918799711259 বা ইমেল: pibfactcheck@gmail.com-এ।
আরও পড়ুন : SBI Update: স্টেট ব্যাঙ্কের নামে প্রতারণার ফাঁদ, আপনি পা দেননি তো ?