SBI Update: স্টেট ব্যাঙ্কের নামে প্রতারণার ফাঁদ, আপনি পা দেননি তো ?
State Bank Of India: দেশের সর্ববৃহৎ ব্যাঙ্কের নামে চলছে প্রতারণাচক্র। SBI-এর নামে গ্রাহকদের কাছে পাঠানো হচ্ছে ভুয়ো বার্তা।
State Bank Of India: দেশের সর্ববৃহৎ ব্যাঙ্কের নামে চলছে প্রতারণাচক্র। SBI-এর নামে গ্রাহকদের কাছে পাঠানো হচ্ছে ভুয়ো বার্তা। আপনি এসবিআই গ্রাহক হলে অবশ্যই কাজে লাগবে এই খবর।
SBI Update: কাদের কাছে যাচ্ছে বার্তা ?
গত কয়েকদিন ধরে এই মেসেজ দ্রুত ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। অনেক SBI গ্রাহকদের কাছেও পাঠানো হয়েছে প্রতারকদের মেসেজ। ইতিমধ্যেই যা নজরে এসেছে PIB Fact Check টিমের। তাঁদের ধারণা, প্রতারণামূলক এই বার্তা ইচ্ছে করেই ভাইরাল করা হয়েছে। যত বেশি মানুষের কাছে এই বার্তা পৌঁছয় তত লাভ প্রতারকদের।
State Bank Of India: কী বলা হচ্ছে বার্তায় ?
মূলত, স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য হাতানোই মূল কাজ প্রতারকদের। তাই ছড়িয়ে দেওয়া হয়েছে এই ভুয়ো বার্তা। বার্তায় বলা হয়েছে, আপনার নথিপত্রের মেয়াদ শেষ হওয়ার কারণে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আবার অ্যাকাউন্ট খুলতে আপনাকে পাঠানো লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানেই আপনার বিবরণ জমা দিতে হবে।
PIB Fact Check: কী জানাচ্ছে পিআইবি ?
পিআইবির ফ্যাক্ট চেক টিম ইতিমধ্যেই এই বার্তার সত্যতা জানার চেষ্টা করেছে। পরে অবশ্য পিআইবি ফ্যাক্ট চেক টিম এই নিয়ে তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করেছে। যেখানে প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে বলা হয়েছে, স্টেট ব্যাঙ্ক তার গ্রাহকদের কাছে এই ধরনের কোনও বার্তা পাঠাচ্ছে না। এই বার্তাটি সম্পূর্ণ ভুয়ো। এই ধরনের বার্তা ও ই-মেইলের কোনও উত্তর দেবেন না। এই লিঙ্কে ক্লিক করলে আপনি প্রতারণার শিকার হতে পারেন।
SBI Update: এই বার্তা এলেই এখানে অভিযোগ করুন
পিআইবি ফ্যাক্ট চেক টিম মানুষকে এই ধরনের বার্তার শিকার না হওয়ার পরামর্শ দিয়েছে। এরকম কোনও মেসেজ পেলে রিপোর্ট করতে বলেছে তারা। সেই ক্ষেত্রে এই বিষয়ে অভিযোগ করতে আপনি report.phishing@sbi.co.in -এ ই-মেইল করতে পারেন।