UPI Payment: ইউপিআই- এর নতুন নিয়ম, ডিজিটাল পেমেন্টের খুঁটিনাটি দেখে নিন একনজরে
Digital Payment: বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত পেমেন্ট পদ্ধতি বা সিস্টেম হল ইউপিআই। বিভিন্ন ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে অনায়াসে করা যায় ইউপিআই পেমেন্ট।

UPI Payment: আগামী পয়লা এপ্রিল থেকে ইউপিআই (UPI)- এর নিয়মে কিছু পরিবর্তন আসতে চলেছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনিপিসিআই (NPCI) একটি ইন্টারচেঞ্চ (Interchange Fee) ফি নেওয়ার প্রস্তাব দিয়েছে। যদি ২০০০ টাকার বেশি ইউপিআই ট্রানজাকশন হয় এবং তা বিভিন্ন প্রিপেড পেমেন্ট ইন্সট্রুমেন্টের (PPIs) মাধ্যমে হয়, তাহলে ১.১ শতাংশ ইন্টারচেঞ্জ ফি দিতে হবে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই 'ফি'- এর পরিমাণ রিভিউ করা হবে। নতুন নিয়ম চালু হলে ব্যাঙ্ক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের আয় কিছুটা হলেও বৃদ্ধি পাবে।
ইউপিআই- এর নতুন নিয়মে ঠিক কী কী বলা হচ্ছে
- যদি ডিজিটাল ওয়ালেট যেমন- পেটিএম- এর মাধ্যমে ইউপিআই পেমেন্ট করা হয় তাহলে ১.১ শতাংশ ইন্টারচেঞ্জ ফি দিতে হবে। তবে সেক্ষেত্রে পেমেন্ট ২০০০ টাকা বা তার বেশি হতে পাবে।
- ২০০০ টাকার কমে ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করা হলে সেক্ষেত্রে নতুন নিয়ম গ্রাহ্য হবে না।
- মার্চেন্ট বা ব্যবসায়ীর তরফে এই 'ফি' প্রযোজ্য হবে। মার্চেন্ট বা ব্যবসায়ী যাঁর থেকে টাকা পেয়েছেন তাঁকেই দিতে হবে এই ইন্টারচেঞ্জ ফি। সেক্ষেত্রে ব্যবসায়ী ভোক্তাকে টাকা দেবেন নাকি দেবেন না সেটা বেছে নিতে পারেন।
- প্রতিদিন যে ইউপিআই ট্রানজাকশন হয়, অর্থাৎ ব্যক্তিগত স্তরে যেভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়, সেটা ফ্রিতেই হবে। আলাদা করে কোনও টাকা দেওয়ার প্রয়োজনীয়তা নেই।
বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত পেমেন্ট পদ্ধতি বা সিস্টেম হল ইউপিআই। মোবাইল ফোনের সাহায্যে খুব সহজেই ইউপিআই-এর মাধ্যমেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। সময়ও লাগে না বিশেষ। অন্যদিকে রয়েছে বিভিন্ন ডিজিটাল ওয়ালেট যা আসলে প্রিপেড পেমেন্ট ইন্সট্রুমেন্টস। এইসব ডিজিটাল পেমেন্ট অ্যাপ বা ডিজিটাল ওয়ালেটে ব্যবহারকারী টাকা রাখতে পারেন এবং বিভিন্ন জায়গায় খরচ করতে পারেন। ভারতে বেশ কিছু জনপ্রিয় প্রিপেড পেমেন্ট ইন্সট্রুমেন্টস রয়েছে যেমন- পেটিএম, ফোন পে, গুগল পে। এইসবের মাধ্যমে আজকাল ডিজিটাল পেমেন্ট করতে অভ্যস্ত হয়েছেন ভারতের জনসংখ্যার একটা বড় অংশ।
বলা হচ্ছে, ২০০০ টাকার বেশি ইউপিআই ট্রানজাকশন হলে ১.১ শতাংশ ইন্টারচেঞ্জ ফি কেটে নেওয়া হবে। এই ইন্টারচেঞ্জ ফি আসলে কী? টাকা ট্রানজাকশনের প্রসেসিংয়ের ক্ষেত্রে একটি ব্যাঙ্ক অন্য ব্যাঙ্কের ক্ষেত্রে এই ইন্টারচেঞ্জ ফি লাঘু করতে পারে। এক্ষেত্রে যিনি টাকা পাচ্ছেন তিনি প্রদানকারীর ব্যাঙ্কে ওই ফি অর্থাৎ টাকা দেবেন।
আরও পড়ুন- বাড়ল প্যান- আধার লিঙ্কের সময়সীমা, এই তারিখের মধ্যে জুড়তে হবে






















