Gold Loan: সোনার বদলে ধার নিয়েছেন, শোধ করতে না পারলে কী হবে ?
Gold Loan Defaulter: গোল্ড লোনের ক্ষেত্রে মেয়াদের মধ্যেও যদি আপনি ঋণ শোধ করতে পারেন, তাহলে ঋণদাতা সংস্থা আপনার বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নিতে পারে। সোনা কি বাজেয়াপ্ত হবে ?
Loan Repayment: বহু সময় ধরেই মানুষ প্রয়োজনের সময় সোনার বিনিময়ে (Gold Loan) ব্যাঙ্ক বা অন্য সংস্থা থেকে টাকা ধার নিয়ে থাকেন। অন্যান্য ঋণের তুলনায় এই গোল্ড লোনের ক্ষেত্রে ঋণশোধের মেয়াদ খানিক কম থাকে, কিন্তু তার পরেও ঋণের উপর সুদের হার অনেকটাই কম থাকায় অনেকেই পার্সোনাল লোনের (Personal Loan) বদলে গোল্ড লোন নিয়ে থাকেন। কিন্তু জানেন কি, সোনার বদলে ঋণ নিয়ে তা শোধ করতে না পারলে কী হবে ? আপনার সোনা কি আর ফেরত পাবেন না ?
মূলত গোল্ড লোনের ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তির ক্রেডিট স্কোর (Credit Score) অনেক কম, আগে লোন নেওয়ার ইতিহাস নেই, তারাও ঋণ নিতে পারেন বা ঋণের আবেদন করতে পারেন। এই গোল্ড লোনের ক্ষেত্রে সর্বোচ্চ ঋণ শোধের মেয়াদ থাকে ২ বছর। কিন্তু এই মেয়াদের মধ্যেও যদি আপনি ঋণ শোধ করতে পারেন, তাহলে ঋণদাতা সংস্থা আপনার বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নিতে পারে। তবে এই ঋণখেলাপি হওয়ার হাত থেকে বাঁচতে আপনি বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে পারেন।
সোনার গহনা নিলাম হতে পারে
প্রথমত মেয়াদের মধ্যে ঋণ শোধ করতে না পারলে আপনাকে সংস্থার পক্ষ থেকে রিমাইন্ডার দেওয়া হবে। বারবার রিমাইন্ডার দেওয়ার পরেও যদি আপনি টাকা না শোধ (Loan Repayment) করেন, সেক্ষেত্রে ঋণদাতা সংস্থার পূর্ণ অধিকার রয়েছে আপনার সোনার গহনা জনগণের জন্য নিলামে রাখার। তবে সোনার গহনা নিলামে দেওয়ার দুই সপ্তাহ আগেই ঋণদাতা সংস্থা আপনাকে এ বিষয়ে জানাবে।
লেট ফাইন গুণতে হবে
মূলত গোল্ড লোনের (Gold Loan) ক্ষেত্রে ঋণদাতা সংস্থার তরফ থেকে কিছু টাকা প্রসেসিং ফি হিসেবে নেওয়া হয়। সেই টাকা ছাড়াও মেয়াদের মধ্যে টাকা শোধ না করলে গুনতে হতে পারে জরিমানা। একেই লেট ফাইন বলা হয়। রিমাইন্ডার দেওয়ার পরেও নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা শোধ না করলে যত সময় এগোবে তত বাড়তে থাকবে আপনার লেট ফাইন। অনেকক্ষেত্রে আবার ঋণ শোধের মেয়াদের আগেই টাকা পুরোপুরি শোধ করলে জরিমানা গুনতে হতে পারে।
ক্রেডিট স্কোর কি কমতে পারে ?
গোল্ড লোনের সঙ্গে সরাসরি ক্রেডিট স্কোরের (Credit Score) সম্পর্ক নেই। কিন্তু গোল্ড লোন শোধ করতে না পারলে তার প্রভাব ক্রেডিট স্কোরে পড়বেই। ঋণদাতা সংস্থা ডিফল্টার হিসেবে আপনার নাম পাঠিয়ে দেবে সমস্ত এনবিএফসি ও ব্যাঙ্কের কাছে আর তার ফলে ভবিষ্যতে কোনও ঋণ নিতে পারবেন না। যদিও বা পরে কোনওভাবে ঋণের আবেদন মঞ্জুর হয়ে যায়, সুদের হার থাকবে অত্যন্ত চড়া।
আরও পড়ুন: Gold Price Today : আবার কমল সোনার দাম, লক্ষ্মীবারের আগেই ঘরে আনুন সোনা, জানুন মূল্য়