Bank Account: আপনার অ্যাকাউন্টে হঠাৎ কোটি কোটি টাকা জমা হলে কী করবে ব্যাঙ্ক ? আপনাকে গ্রেফতার করতে পারে পুলিশ ?
Bank Account Rule: যদি ভুল করে কারো অ্যাকাউন্টে কোটি টাকা জমা হয়ে যায় আর সেই ব্যক্তি তা খরচ করার বা তোলার চেষ্টা করেন তাহলে তা অপরাধ হিসেবে গণ্য করা হবে।

Bank Account Rule: কথায় আছে, ঈশ্বর যখন কাউকে কিছু দেন, একেবারে ভরিয়ে দেন। গ্রেটার নয়ডার এই কিশোরের সঙ্গেও এমনটাই হয়েছে যেন। হঠাৎ করেই তাঁর মায়ের অ্যাকাউন্টে জমা হয়ে যায় ১.১৩ লক্ষ কোটি টাকা ! শূন্য গুনতে গুনতে চক্ষু চড়কগাছ তাঁর ! এই টাকা অনেক দেশের জিডিপির সমান বলা চলে। টাকা তুলে নেওয়ার আগেই শুধু টাকার অঙ্ক (Bank Account) দেখেই আনন্দে আত্মহারা হয়ে যান এই কিশোর, অথচ তাঁর মা দুই মাস আগেই মারা গিয়েছেন। মৃত মায়ের অ্যাকাউন্টেই জমা হয়েছে কয়েক লক্ষ কোটি টাকা। আর এত বিপুল অঙ্কের টাকা জমা হওয়ার পরেই ব্যাঙ্কের (Bank Account Rule) তরফে তাঁর মায়ের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়। এভাবেই হঠাৎ করে যদি কোনও ব্যক্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা জমা হয়ে যায়, তাহলে কী করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ? একবারে কয়েক কোটি টাকা অ্যাকাউন্টে জমা হলে আপনাকে কি পুলিশ গ্রেফতার করতে পারে ?
ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি টাকা জমা হলে কী করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ?
হঠাৎ করে কোনও ব্যক্তির অ্যাকাউন্টে যদি কোটি টাকা জমা হয়ে যায়, তাহলে সেই লেনদেনটিকে ব্যাঙ্কের সিস্টেম সন্দেহজনক বলে চিহ্নিত করে এবং এই লেনদেনের তদন্ত শুরু হয়ে যায়। সাধারণত এই বিপুল পরিমাণ অর্থ জমা হয় কারিগরি ত্রুটি বা কোনও ভুল অ্যাকাউন্টে ট্রান্সফারের কারণে। এই ধরনের ঘটনা ঘটলে ব্যাঙ্ক তৎক্ষণাৎ সেই অ্যাকাউন্টটিকে ফ্রিজ করে দেয় এবং অ্যাকাউন্ট থেকে টাকা তোলার উপায় বন্ধ করে দেয়। এরপরে ব্যাঙ্কের সাইবার সেল এই লেনদেন কোথা থেকে এসেছে কেন এসেছে ইত্যাদি খুঁজে বের করে। কেউ যদি ইচ্ছা করে বা প্রতারণামূলকভাবে এই টাকা তোলার চেষ্টা করে তাহলে তাঁর বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হতে পারে।
পুলিশ কখন আপনাকে গ্রেফতার করতে পারে ?
যদি ভুল করে কারো অ্যাকাউন্টে কোটি টাকা জমা হয়ে যায় আর সেই ব্যক্তি তা খরচ করার বা তোলার চেষ্টা করেন তাহলে তা অপরাধ হিসেবে গণ্য করা হবে। এই ক্ষেত্রে পুলিশ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এবং আপনাকে গ্রেফতারও করতে পারে। ভুল করে কোটি টাকা অ্যাকাউন্টে জমা হয়ে যাওয়াও একটি ফৌজদারি আইনি অপরাধ।
আপনি যদি জানেন যে এই টাকা আপনার নয় এবং তারপরেও ব্যবহার করেন তাহলে তা আইনত অপরাধ। ব্যাঙ্ক কর্তৃপক্ষ এই ধরনের ঘটনা সাইবার পুলিশ বিভাগে জানায়। অনেকক্ষেত্রে টাকা ফেরত দিতে হয়েছে ব্যক্তিকে, এমনকী কারাবাসও ভুগতে হয়েছে।






















