Health Insurance: দেশে ফের কোভিড-আতঙ্ক ! আপনার স্বাস্থ্যবিমাতে কি কোভিড-চিকিৎসা অন্তর্ভুক্ত ? সময় থাকতে যাচাই করুন এই ৫ বিষয়
Health Insurance Policy Coverage: বিশেষজ্ঞরা মনে করেন, যারা শহরে থাকেন তাদের এমন একটি পলিসি বেছে নেওয়া উচিত যাতে কমপক্ষে ১০-১৫ লক্ষ টাকার কভারেজ প্রদান করে।

Health Insurance Policy: দিল্লিতে এখন কোভিড আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে যাদের স্বাস্থ্যবিমা পলিসি নেওয়া আছে, তাদের উচিত এই পলিসির শর্তাবলিতে যেন কোভিডের চিকিৎসার কভারেজ অন্তর্ভুক্ত থাকে তা যাচাই (Health Insurance) করে নেওয়া। এমনও হতে পারে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে, এই পলিসিতে আর কোভিডের চিকিৎসার সুবিধে পাওয়া গেল না। এখনও সময় আছে, তাই যাচাই করে নিন যে আপনার স্বাস্থ্যবিমা পলিসির মধ্যে কোভিডের চিকিৎসা কভারেজে অন্তর্ভুক্ত কিনা।
গতবারে প্রকাশ পেয়েছিল এই ত্রুটিগুলি
এর আগে যখন কোভিডের ঘটনা রিপোর্ট করা হয়েছিল তখন স্বাস্থ্য বিমা পলিসির অনেক ত্রুটি প্রকাশ্যে এসেছিল। সেই সময় দেখা যায় যে হাসপাতালের বেড ভাড়ার জন্য একটি ক্যাপিং স্থির করা ছিল বিমা সংস্থার তরফে। আবার পিপিই কিটের (Health Insurance) মত অনেক প্রয়োজনীয় খরচও বিমা কভারেজের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। তাছাড়া হাসপাতালে ভর্তির ক্ষেত্রেও অনেক নিয়ম-কানুন ছিল। বাড়িতে চিকিৎসার ক্ষেত্রে কভারেজ পেতে অসুবিধে হয়েছিল অনেক গ্রাহকের।
এভাবে বেছে নিন সঠিক স্বাস্থ্য বিমা পলিসি
বিশেষজ্ঞরা মনে করেন, যারা শহরে থাকেন তাদের এমন একটি পলিসি বেছে নেওয়া উচিত যাতে কমপক্ষে ১০-১৫ লক্ষ টাকার কভারেজ প্রদান করে। যদি পরিবারে সদস্য সংখ্যা তিনজনের বেশি হয় তাহলে ০-২৫ লক্ষ টাকার ফ্লোটার কভার নেওয়া ভাল।
এটাও দেখে নিতে হবে যে এই বিমা পলিসিতে কোভিডের হোম ট্রিটমেন্টের খরচ অন্তর্ভুক্ত রয়েছে কিনা, যাতে অল্প লক্ষণ প্রকাশ পেয়েছে এমন রোগীদের বাড়িতেই রেখে চিকিৎসা করা যায়।
মনে রাখতে হবে এই বিষয়গুলিও
এর সঙ্গে সঙ্গে স্বাস্থ্যবিমা পলিসিতে রিস্টোর বেনিফিটের সুবিধেও থাকতে হবে যাতে চিকিৎসার সময়ে বিমাকৃত অর্থ সম্পূর্ণ শেষ হয়ে গেলে বিমা সংস্থা তা আবার পুনরুদ্ধার করতে পারে। এই অতিরিক্ত কভারেজের মাধ্যমে আপনি সারাজীবন চিন্তামুক্ত থাকতে পারবেন।
বিশেষজ্ঞরা আরও মনে করেন যে হাসপাতালে রুম ভাড়ার কোনও সীমা থাকা উচিত নয়। কারণ কোভিড রোগীদের প্রায়ই আইসিইউতে রাখা হয়, আলাদা ঘরে রাখা হয় যা খুবই ব্যয়বহুল। পিপিই কিট, মাস্ক, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজারের মত জিনিসগুলিও কভার করা উচিত কারণ গত মহামারির সময় এগুলির জন্য মানুষকে প্রচুর টাকা ব্যয় করতে হয়েছিল।
বিশেষজ্ঞদের মতে যদি বিমাকৃত অর্থের পরিমাণ সীমিত হয়, তাহলে আপনি একটি সুপার-টপ আপ পলিসি বেছে নিতে পারেন। কারণ অনেক পুরনো বিমা পলিসি আছে যেগুলিতে সীমা নির্দিষ্ট করা থাকে, এগুলি প্রায়ই ওপিডি খরচ, বাড়িতে চিকিৎসা বা নির্বাচিত হাসপাতালের চিকিৎসার জন্য কভারেজ দিয়ে থাকে।






















