Asus Mobile Phones

Asus Mobile Phones

আসুস: তাইওয়ানের এই বহুজাতিক কোম্পানির প্রতিষ্ঠা ১৯৮৯-এ। কম্পিউটার, ফোন হার্ডওয়্যার ও ইলেট্রনিক্সের জন্য পরিচিত এই কোম্পানি। তাইপেইয়ের এই কোম্পানির পণ্যের মধ্যে রয়েছে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, নোটবুকস, মোবাইল ফোন, নেটওয়ার্কিং সরঞ্জাম, মনিটরস, ওয়াই-ফাই রাউটার, মাল্টিমিডিয়া প্রোডাক্টস, পেরিফারেল, ওয়্যারেবলস, সার্ভার্স, ওয়ার্কস্টেশ, ও ট্যাবলেট পিসি। ইনটেল ও কোয়ালকম এসওসিএল চালিত অ্যান্ড্রয়েড ফোন লঞ্চ করে কোম্পানি। সাম্প্রতিক রিলিজ অসাস আরওসি ফোন ৩, যা ২০২০-র জুলাইতে লঞ্চ হয়। এটি আরওজি ফোন ২-র পররর্তী সংস্করণ। এর দুটি ভ্যারিয়েন্ট-৮ জিবি র‍্যাম ও ১২ জিবি র‍্যাম ।