
BlackBerry Mobile Phones
ব্ল্যাকবেরি লিমিটেড কানাডার একটি বহুজাতিক কোম্পানি। এনটারপ্রাইজ সফটওয়্যার ও ইন্টারনেট অফ থিংস (আইওটি) এই কোম্পানির বিশেষত্ব। ব্ল্যাকবেরি ব্র্যান্ডের নামে এই কোম্পানি একাধিক স্মার্টফোন নিয়ে এসেছে। ব্ল্যাকবেরির নিজস্ব ওএস, বিবি থাকলেও বাজারে দ্রুতই জমিয়ে বসে অ্যান্ড্রয়েড ও আইওএস। এরপর ব্ল্যাকবেরি একাধিক স্মার্টফোন নিয়ে আসে। তাদের সাম্প্রতিকতমটি হল কেইওয়াই², যা লঞ্চ হয় ২০১৮-তে, যা চলে ৮.১ ওরিও-তে। এর ব্যাটারি ৩০০০ এমএএইচ। এর ডুয়াল ক্যামেরা ১৩ এমপি+ ৫ এমপি, সঙ্গে ডুয়াল টোন এলইডি ফ্ল্যাশ, ফ্রন্ট ক্যামেরা ৮ এমপি ফিক্সড ফোকাস ও এলসিডি-র সঙ্গে সেলফি ফ্ল্যাশ।
TV
Appliances
Accessories























