2022 Mahindra Scorpio N: কী মাইলেজ দিচ্ছে নতুন স্করপিও ডিজেল, দাবির সঙ্গে কতটা ফারাক ?
2022 Mahindra Scorpio N: দেশে এসইউভি বাজারে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় কোম্পানিগুলিও সেই দিকে নজর রাখছে। জেনে নিন, কতটা মাইলেজ দিচ্ছে নতুন মহিন্দ্রা স্করপিও এন (Mahindra Scorpio N) ডিজেল।
Mahindra Scorpio N: হ্যাচব্যাকের মাইলেজ নিয়ে ভাবলেও এসইউভি নিয়ে ততটা চিন্তা ছিল না ক্রেতাদের।কেনার হলে জেনে বুঝেই কম মাইলেজ দিলেও এসইউভির দিকে ঝুঁকতেন গ্রাহকরা। তবে দিন বদলের সঙ্গে সঙ্গে এখন এসইউভির মাইলেজেও নজর দিচ্ছে ক্রেতাকূল। দেশে এসইউভি বাজারে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় কোম্পানিগুলিও সেই দিকে নজর রাখছে। জেনে নিন, কতটা মাইলেজ দিচ্ছে নতুন মহিন্দ্রা স্করপিও এন (Mahindra Scorpio N) ডিজেল।
2022 Mahindra Scorpio N: ১৬০০ কিলোমিটার চালিয়ে আসল মাইলেজ
সম্প্রতি আমরা Scorpio N নিয়ে প্রায় ১৬০০ কিলোমিটারের বিশাল রোড ট্রিপে গিয়েছিলাম। এই প্রতিবেদনে থাকবে গাড়ির পারফরম্যান্স ও জ্বালানি দক্ষতার বিস্তারিত বিবরণ। কেনার আগে কাজে লাগতে পারে এই রিভিউ।
Scorpio N mileage review: কোন মডেল নিয়ে রিভিউ
নতুন মহিল্দ্রা স্করপিওর এন-এর টপ-এন্ড ডিজেল অটোমেটিক 2WD মডেল ছিল আমাদের কাছে। এই গাড়ির ২০০ পিএস-সহ একটি পেট্রল সংস্করণও রয়েছে। আমাদের কাছে ২.২ লিটারের ডিজেল ছিল, যা ১৭৫ বিএইচপি পাওয়ার উপন্ন করে। এই ডিজেল সংস্করণটি 4x4 সহ পাওয়া যায়। এতে অনেক ড্রাইভ মোড রয়েছে। আমাদের ডিজেল অটোমেটিকে জিপ, জ্যাপ ও জুম ড্রাইভ মোড ছিল। আমরা বেশিরভাগই জ্যাপ মোডে গাড়ি চালিয়েছি। জিপ মোড ৩৭ বিএইচপির মধ্যে পাওয়ার বেঁধে রাখে। এ ছাড়াও অন্য মোডে আপনি চাইলে ১৭৫ বিএইচপি পাওয়ারের সুবিধা নিতে পারবেন।
2022 Mahindra Scorpio N: কেমন মাইলেজ দিচ্ছে গাড়ি ?
ডিজেল অটোমেটিকে একটি 6-স্পিড টর্ক কনভার্টার রয়েছে, যার ফলে গাড়িতে প্রচুর পরিমাণে টর্ক পাওয়া যায়। যা হাইওয়েতে আপনাকে একটি আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেবে। প্রথমে গাড়ির দৌড় আমরা শহর থেকে শুরু করি। যেখানে মাইলেজ ১০ কিলোমিটারে নেমে আসে। Scorpio N-এর একটি ৫৭ লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে যা প্রায় ৬৫০ কিলোমিটার প্লাস রেঞ্জ দিতে সক্ষম। হাইওয়েতে ডিজেল অটোমেটিকে ১২ কিমি পর্যন্ত মাইলেজ পাই আমরা। যা এক সময় আরামদায়ক ক্রুজিং-সহ আরও বেড়ে ১৩ কিলোমিটারে পৌঁছে যায়।
Scorpio N mileage review: থারের থেকে ভাল মাইলেজ
নতুন মহিন্দ্রার ডিজেল অটোমেটিকের মাইলেজ প্রায় XUV700 এর মতোই। তবে থার ডিজেলের থেকে ভাল বলতেই পারেন। জিপ মোড গাড়ির মাইলেজ বাড়াতে সাহায্য করে। কারণ এটি থ্রটল রেসপন্স কমিয়ে দেয়, যেখানে জ্যাপ মোডে উভয়ের মধ্যে সেরা সামঞ্জস্য বজায় থাকে।বিশাল ইঞ্জিন ও Scorpio N এর আকৃতি অনুযায়ী এর মাইলেজ ঠিকঠাক বলা চলে।