(Source: ECI/ABP News/ABP Majha)
Skoda Kodiaq Facelift-এ একাধিক বদল, দারুণ ডিজাইনের সঙ্গে দমদার পারফরম্যান্স
Skoda Kodiaq Facelift: নতুন পেট্রল ইঞ্জিন ছাড়াও Skoda Kodiaq-এ রয়েছে আরও অনেক পরিবর্তন। আগের মডেলেও দারুণ দেখাত কোডিয়াককে। যদিও নতুন কোডিয়াক একেবারে নতুন মাত্রা যোগ করেছে ডিজাইনে।
Skoda Kodiaq Facelift: একটা সময় ছিল, যখন এসইউভি মানেই সবাই ডিজেল ভাবত। কিন্তু সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলেছে চিন্তাধারা। শক্তিশালী গাড়ি বলতেও পেট্রলের কথা ভাবা যাচ্ছে।সম্প্রতি সেই চিন্তাধারায় কেবল পেট্রল চালিত এসইউভি বাজারে এনেছে স্কোডা। 2022 Skoda Kodiaq Facelift বাজারে এনেছে কোম্পানি। যেখানে ৭ সিটার গাড়ি চালকের আসনে বসে চালাতে পছন্দ করবেন আপনি।
2022 Skoda Kodiaq Facelift review: নতুন পেট্রল ইঞ্জিন ছাড়াও Skoda Kodiaq-এ রয়েছে আরও অনেক পরিবর্তন। আগের মডেলেও দারুণ দেখাত কোডিয়াককে। যদিও নতুন কোডিয়াক একেবারে নতুন মাত্রা যোগ করেছে ডিজাইনে।সামনের অংশটি একটি নতুন ক্রোম ছাড়াও ভারী গ্রিল ও বাম্পার দেখতে পাবেন ক্রেতা। প্রিমিয়াম স্ট্যান্সের সাথে সাথে নতুন এলইডি হেডল্যাম্প আনা হয়েছে গাড়িতে। আছে 18-ইঞ্চির নতুন অ্যালয় হুইল। পিছনের অংশে দেখতে পাবেন না সেরকম পরিবর্তন। ক্লিন বাম্পার ডিজাইনের সাথে টার্ন ইন্ডিকেটর সহ নতুন টেল-ল্যাম্প পাবেন এখানে। কোডিয়াক বেশ বড় এসইউভি হলেও গাড়ির ডিজাইনে তা লুকিয়ে রেখেছে কোম্পানি।
Skoda Kodiaq Facelift: বিলাসবহুল এসইউভির সব কিছু রয়েছে এই গাড়িতে। সুন্দর ইন্টিরিয়র ডিজাইন দেওয়া হয়েছে গাড়িতে।দরজাগুলি ভারী মনে হলেও এর বিল্ড কোয়ালিটি চমৎকার। এতে বসেই জার্মান বিলাসবহুল ব্র্যান্ডের ব্যয়বহুল SUV-এর মতো অনুভূতি পাবেন ক্রেতা। সফট টাচ ম্যাটেরিয়ালের সাথে ডিজাইনটিও চমৎকার। স্টিয়ারিং হুইলের টু-স্পোক ডিজাইন এতে 'লাক্সারি' অনুভূতি দেবে। কোডিয়াক ইন্টেরিয়রে নতুন একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। যেখানে একটি 8 ইঞ্চি টাচস্ক্রিন পাবেন।
2022 Skoda Kodiaq Facelift review: এই গাড়িতে ফিচারের তালিকা বেশ বড়। এই দামের মধ্যে এত বেশি ফিচার সেগমেন্টের অন্য গাড়িতে নেই। গাড়িতে একটি বিশাল প্যানোরামিক সানরুফ, ভেন্টিলেটেড লেদার গুডস, ইন্টারনাল কুলিং ও হিটিং সহ 12 ওয়ে ইলেকট্রিক সিট, স্যারাউন্ড লাইট, Canton 625 W 12-স্পিকার অডিও সিস্টেম দেওয়া হয়েছে গাড়িতে। এ ছাড়াও গাড়িতে রয়েছে সানরুফ প্লাস, টাচস্ক্রিন সিস্টেম, ইনবিল্ট ন্যাভিগেশন, কানেক্টেড অ্যাপ, ওয়্যারলেস চার্জিং, ইউএসবি সি পোর্ট ও একটি 360-ডিগ্রি ভিউ ক্যামেরা। গাড়ির সুরক্ষার জন্য দেওয়া হয়েছে, 9টি এয়ারব্যাগ, মাল্টি-কলিশন ব্রেকিং ও হ্যান্ডসফ্রি পার্কিংয়ের সাথে পার্ক সহায়তা অন্যান্য উল্লেখযোগ্য ফিচার।
Kodiaq এর দাম 34.9 লক্ষ টাকা থেকে শুরু। L&K সংস্করণটি 37.4 লক্ষ টাকা দাম। ড্রাইভিং উপভোগ করার পাশাপাশি প্রিমিয়াম 7-সিটার SUV হিসাবে Kodiaq সহজেই আপনার পছন্দ হতে পারে। কারণ এতে পাবেন প্রচুর ফিচার, যা গাড়ির আবেদন বাড়িয়েছে। অবশ্যই এটি পেট্রল হওয়ায় এর খরচ বেশি । তবে মনে রাখতে হবে, এই SUVটি প্রিমিয়াম সেগমেন্টের ক্রেতাকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। তবে এতে জার্মান বিলাসবহুল SUV-র মতো 60 লাখ টাকা খরচ করতে হবে না৷
যেমন আগে উল্লেখ করা হয়েছে, কোডিয়াক এখন কেবল পেট্রোল ট্রিমে পাবেন। এতে 190PS ও 320Nm টর্ক সহ একটি 2.0l টার্বো পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড 7-স্পিড ডিএসজি স্বয়ংক্রিয় 4x4 ভ্যারিয়েন্ট রয়েছে গাড়িতে । ইঞ্জিন কোডিয়াককে দ্রুত ও স্মুথ করে তুলেছে।