2023 Royal Enfield Bullet 350: ভারতে এল ২০২৩ রয়্যাল এনফিল্ড, নতুন কী আছে, দাম কত ?
2023 Royal Enfield Bullet 350: পুরনো আদল বজায় রেখেই আনা হয়েছে এই বাইক (Bikes)। নতুন ফেয়ারিংয়ের সঙ্গে বাইকে হয়েছে আরও কিছু পরিবর্তন।
2023 Royal Enfield Bullet 350: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে ভারতের বাজারে এল ২০২৩ সালের রয়্যাল এনফিল্ড ৩৫০। পুরনো আদল বজায় রেখেই আনা হয়েছে এই বাইক (Bikes)। নতুন ফেয়ারিংয়ের সঙ্গে বাইকে হয়েছে আরও কিছু পরিবর্তন।
Bike News: কী পরিবর্তন হয়েছে বাইকে ?
রয়্যাল এনফিল্ডের পুরনো আদল বজায় রেখেই তৈরি করা হয়েছে নতুন এই মডেল। দেখলে খুব একটা বড় পরিবর্তন দেখা যাবে না বাইকে। প্রতিশ্রুতি মতোই কোম্পানির জে প্লাটফর্মে তৈরি করা হয়েছে এই বাইক। যেখানে ইঞ্জিনের পাশাপাশি প্লাটফর্ম বদলে হয়েছে বাইকের। তবে আগের লোগো বজায় রেখেছে কোম্পানি।
Royal Enfield: কত রাখা হয়েছে দাম ?
নতুন রয়্যাল এনফিল্ডের বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ১.৭৩ লাখ টাকা। এখানে মাঝের ভেরিয়েন্ট কিনতে আপনাকে খরচ করতে হবে ১.৯৭ লক্ষ টাকা। তবে এবার টপ ভেরিয়েন্টের ক্ষেত্রে নতুন রং নিয়ে এসেছে কোম্পানি। যার এক্স শোরুম প্রাইস রাখা হয়েছে ২.১৫ লক্ষ টাকা।আসলে রয়্যাল এনফিল্ড ক্লাসিকের মতোই দেখতে হয়েছে এই বাইক। তবে এখানে পুরনো আভিজাত্য বজায় রাখতে স্পোক হুইলই রেখে দিয়েছে কোম্পানি।নতুন প্রজন্মের জন্য অ্যালোয় হুইল রাখা হয়নি বাইকে।