7th Pay Commission: ৫০ শতাংশ ছুঁতে চলেছে ডিএ, শীঘ্রই অষ্টম বেতন কমিশন !
Salary News: রেলওয়ে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি (RSCWS) অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ১ জানুয়ারি, ২০২৪ থেকে অষ্টম বেতন কমিশন গঠন করার জন্য অনুরোধ করেছে।
Salary News: রেলওয়ে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি (RSCWS) অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ১ জানুয়ারি, ২০২৪ থেকে অষ্টম বেতন কমিশন গঠন করার জন্য অনুরোধ করেছে। মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ্যতা ত্রাণ (DR) চলতি বছরে ৫০ শতাংশের ওপরে যেতে পারে বলে মনে করছে রেলের সংগঠন। ইতিমধ্যেই এফই রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। তাই শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয় শুরু হতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
7th Pay Commission: কী সুপারিশ করা হয়েছে সরকারের কাছে
গত তিনটি কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুসারে, DA/DR মূল বেতনের 50 শতাংশ বা তার বেশি হলে ভবিষ্যতে বেতন সংশোধন করা উচিত, অন্তত তেমনই মনে করছে RSCWS। 30 মে অর্থ মন্ত্রকের কাছে একটি স্মারকলিপির মাধ্যমে এই আবেদন করেছে সোসাইটি।
DA News: কবে সংশোধন করা হয়েছিল ডিএ
ডিএ-তে সর্বশেষ সংশোধন করা হয়েছিল মার্চ মাসে। সেই সময় ৪ শতাংশ বৃদ্ধি করা হয় মহার্ঘ ভাতা। যা ১ জানুয়ারি, ২০২৩ থেকে কার্যকর হয়। ৪ শতাংশ বৃদ্ধির পরে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে ৪২ শতাংশ হয়। এখন, সরকার যদি এইবারও ৪ শতাংশ ডিএ বাড়ায়, খবরের রিপোর্ট অনুসারে, জুলাই মাসে ডিএ বেড়ে ৪৬ শতাংশে হবে। আরও ৪ শতাংশ বৃদ্ধি যদি হয়, তবে DA কে মূল বেতনের ৫০ শতাংশে উন্নীত করবে সরকার।মহার্ঘ ভাতা (DA) সরকারি কর্মচারীদের দেওয়া হয়, যখন মহার্ঘ ভাতা (DR) পেনশনভোগীদের জন্য।
স্মারকলিপিতে RSCWS বলেছে, অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন তাড়াতাড়ি স্থাপন করা হোক ও কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও পেনশনভোগীদের একটি অন্তর্বর্তীকালীন ত্রাণ দেওয়া হোক। 1-1-2024, মূল্যস্ফীতি এবং জিডিপির সঙ্গে আপেক্ষিকতার ক্ষতির কারণে তাদের বেতন এবং পেনশন হ্রাসের জন্য তাদের ক্ষতিপূরণ দিক সরকার ।
Salary News: কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য ভাল সুখবর ! আগামী মাস জুলাইতেই মহার্ঘ ভাতা (DA) বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার। মিডিয়া রিপোর্ট বলছে, ক্রমবর্ধমান দামের জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ক্ষতিপূরণ দিতে DA বৃদ্ধি ৩-৪ শতাংশ হারে হতে পারে।
DA News: কত শতাংশ মহার্ঘ ভাতা বাড়বে
সাধারণত মূল্যবৃদ্ধির হার অনুসারে বছরে দুবার ডিএ বাড়ানো হয় - জানুয়ারি ও জুলাইতে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সর্বশেষ ডিএ বৃদ্ধি ঘোষণা হয়েছিল 2023 সালের মার্চ মাসে, যা 1 জানুয়ারি 2023 থেকে কার্যকর হয়েছিল৷ সেই বৃদ্ধি অনুসারে, ডিএ 4 শতাংশ বাড়িয়ে 42 শতাংশ করা হয়েছিল৷ সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, কেন্দ্রীয় সরকার ডিএ 4 শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে, যার পরে ডিএ 46 শতাংশে বাড়বে।
আরও পড়ুন : Cyber Fraud: ফাঁকা হবে অ্যাকাউন্ট ! রাজ্যে প্রতারকদের নতুন ফাঁদ, সতর্ক করছে কলকাতা পুলিশ