Adani Stocks: বাজার মূলধন কমল ৩.৬৫ লক্ষ কোটি, নির্বাচনী ফলের পর কী হল আদানি গ্রুপের শেয়ারে ?
Adani Stocks Huge Fall: গতকালের বাজারেই আদানি গ্রুপের বাজার মূলধন পৌঁছেছিল ২০ লক্ষ কোটি টাকায়। গতকাল বাজারে আদানি গ্রুপের ১০টি তালিকাভুক্ত সংস্থার মোট মূলধন ১৯.৪২ লক্ষ কোটি টাকায় পৌঁছে যায়।
Stock Market: আজ লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পাবার পর বিরাট পতন দেখা গিয়েছে শেয়ার বাজারে। তাঁর সঙ্গে সঙ্গে আদানি গ্রুপের স্টকেও বিপুল হারে কমেছে বাজার মূলধন। আজকের ট্রেডিং সেশনে ৩.৬৫ লক্ষ কোটি টাকা কমেছে আদানি গ্রুপের বাজার মূলধন (Adani Stocks)। এখন এই গোষ্ঠীর বাজার মূলধন ৩,৬৩,৯৫৮ লক্ষ কোটি টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১৫.৭৮ লক্ষ কোটি টাকা। একইভাবে হু হু করে পড়েছে আদানি গ্রুপের স্টকের দামও। কোন স্টকে কত পতন হল আজ ?
গতকালের বাজারেই আদানি গ্রুপের (Adani Stocks) বাজার মূলধন পৌঁছেছিল ২০ লক্ষ কোটি টাকায়। গতকাল বাজারে আদানি গ্রুপের ১০টি তালিকাভুক্ত সংস্থার মোট মূলধন ১৯.৪২ লক্ষ কোটি টাকায় পৌঁছে যায়। জেনে নিন আদানি গ্রুপের ১০টি তালিকাভুক্ত সংস্থার মধ্যে কোন সংস্থার বাজার মূলধন এখন কত।
আদানি এন্টারপ্রাইজের বাজার মূলধন ৩.৩৫ লক্ষ কোটি টাকা
আদানি এনার্জি সলিউশনস লিমিটেডের বাজার মূলধন ১.০৯ লাখ কোটি টাকা
আদানি গ্রিন এনার্জির বাজার (Adani Stocks) মূলধন এখন ২.৬০ লাখ কোটি টাকা
আদানি পোর্টসের বাজার মূলধন এখন ২.৭০ লাখ কোটি টাকা
আদানি পাওয়ার লিমিটেডের বাজার মূলধন ২.৭৯ লক্ষ কোটি টাকা
অম্বুজা সিমেন্টসের বাজার মূলধন ২.৭৯ লক্ষ কোটি টাকা
এসিসি-র বাজার মূলধন আজকের দিনে ৪২.৮৯ লক্ষ কোটি টাকা
আদানি টোটাল গ্যাসের মূলধন এখন ৯৯.৯৩ লক্ষ কোটি টাকা
আদানি উইলমারের বাজার মূলধন ৪৩.০৯ লক্ষ কোটি টাকা
এনডিটিভি সংস্থার বাজার মূলধন আজ হয়েছে ১.৩৮ লক্ষ কোটি টাকা
আদানি গ্রুপের কোন শেয়ারের কী হাল
আদানি গ্রুপের সমস্ত সংস্থার (Adani Stocks) মধ্যে আজ আদানি পোর্টসের শেয়ারের দাম ২১ শতাংশ পড়ে ১২৪৮.৯৫ টাকায় দাঁড়িয়ে আছে।
আদানি এনার্জি সলিউশনের শেয়ারের দাম কমেছে ২০ শতাংশ। এখন দাম ৯৭৭.৬০ টাকা।
আদানি এন্টারপ্রাইসের শেয়ার ১৯.৩ শতাংশ কমে গিয়ে দাম হয় ২৯৪১.২৫ টাকা
আদানি গ্রিন এনার্জির শেয়ারের দাম আজ কমেছে ১৯.২ শতাংশ।
এনডিটিভির শেয়ারের দাম ১৮.৯ শতাংশ পড়ে হয় ২১৩.৫৫ টাকা।
আদানি টোটাল গ্যাসের শেয়ারের দাম ১৮.৮ শতাংশ পড়ে দাঁড়ায় ৯০৮.৭ টাকায়।
আদানি পাওয়ার সংস্থার শেয়ারের (Adani Stocks) দাম আজকের বাজারে ১৭.৩ শতাংশ পড়েছে।
অম্বুজা সিমেন্টের শেয়ারের দাম কমেছে ১৭ শতাংশ। এখন দাম ৫৫৬.৬ টাকা।
এসিসির শেয়ার আজ ১৪.৯ শতাংশ কমে হয় ২২৮২.০৫ টাকা।
সবশেষে আদানি উইলমারের দাম ১০ শতাংশ কমে হয় ৩৩১.৭৫ টাকা।
আরও পড়ুন: HDFC Bank: এই দু-দিনে কাজ হবে না ক্রেডিট ও ডেবিট কার্ডে, বার্তা জারি HDFC ব্যাঙ্কের