Adani-Hindenburg Case: হিন্ডেনবার্গের দিকেই আঙুল ? আদানি নিয়ে সুপ্রিম কোর্টে মুখ খুলল সরকার
Adani Supreme Court Row: সংসদে প্রধানমন্ত্রী আদানি ইস্যুতে চুপ থাকলেও সুপ্রিম কোর্টে মুখ খুলল সরকার।
Adani Supreme Court Row: সংসদে প্রধানমন্ত্রী আদানি ইস্যুতে চুপ থাকলেও সুপ্রিম কোর্টে মুখ খুলল সরকার। আদানি গ্রুপের শেয়ারে বিনিয়োগকারীদের লক্ষ কোটি টাকার ক্ষতি প্রসঙ্গে পরোক্ষে হিন্ডেনবার্গ রিসার্চের দিকেই আঙুল তুলেছে কেন্দ্র। সুপ্রিম কোর্টে কী বলেছে মোদি সরকারের প্রতিনিধি ?
Centre On Adani Case: আদানি না হিন্ডেনবার্গ কাঠগড়ায় কে ?
এদিন সপ্তাহের শুরুতেই আদানি গ্রুপেপ শেয়ার ধস প্রসঙ্গে সুপ্রিম কোর্টের কাছে জবাবদিহি করে সরকার। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি জানান, ইতিমধ্যেই বিষয়টি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড ও অফ ইন্ডিয়া বা শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা (SEBI) দেখছে। নাম না করে এদিন পরোক্ষে হিন্ডেনবার্গের দিকেই নিশানা করেছে কেন্দ্রীয় সরকার। শীর্ষ আদালতে মোদি সরকারের প্রতিনিধি জানান, আমেরিকার আর্থিক গবেষণা বা 'শর্ট সেলিং' সংস্থাগুলির রিপোর্টর সঙ্গে শেয়ার ও বন্ডের বাজারে ধস নামার যোগাযোগ থাকতে পারে।
Adani Supreme Court Row: আদানি গ্রুপের বিরুদ্ধে কী তদন্ত হবে ?
সুপ্রিম কোর্টে সরকার জানিয়েছে, আদানির বিরুদ্ধে হিন্ডেনবার্গের রিপোর্টটি খতিয়ে দেখছে SEBI। সবথেকে বড় বিষয়, ওই রিপোর্ট প্রকাশের আগে ও পড়ে ভারতের শেয়ার বাজারের কী অবস্থা হয়েছে তা দেখছে সেবি। এখানে কারা শেয়ার বাজারের নিয়ম ভঙ্গ করেছে তাও খতিয়ে দেখা হবে।
Centre On Adani Case: হিন্ডেনবার্গের ওপরই সন্দেহ ?
সোমবার প্রত্ক্ষভাবে আদানি গোষ্ঠীকে সমর্থন না করলেও পরোক্ষে হিন্ডেনবার্গের সমালোচনা করেছে সরকার। আদালতে কেন্দ্র জানিয়েছে, হিন্ডেনবার্গ আসালে একটি শর্ট সেলিং ফার্ম। আমেরিকায় এরকম অনেক শর্ট সেলিং সংস্থা রয়েছে। এদের দাবি, এরা এমন কোনও কোম্পানি নিয়ে গবেষণা করে, যাদের ব্যবস্থাপনা ও হিসেবরক্ষণে ত্রুটি রয়েছে।
Adani-Hindenburg Case: কীভাবে রিপোর্ট প্রকাশ করে আরবপতি হয় কোম্পানিগুলি ?
শীর্ষ আদালতে সরকার জানিয়েছে, এই ধরনের কোনও কোম্পানির রিপোর্ট প্রকাশের আগে শেয়ার বাজারে 'শর্ট পজিশন' নেয় কোম্পানি। এই শর্ট পজিশনের অর্থ, শেয়ার না কিনেই তা বিক্রির পজিশন নেওয়া। পরবর্তীকালে রিপোর্ট প্রকাশের পর শেয়ার বা বন্ডের দামে ধস নামলে প্রচুর টাকা লাভ করে এই শর্ট সেলিং কোম্পানিগুলি।
Adani Supreme Court Row: কীভাবে কোটি কোটি টাকা রিপোর্ট প্রকাশ করে আয় ?
একবার এই রিপোর্ট প্রকাশ হতেই বহু বেশিরভাগ বিনিয়োগকারী এই স্টক বিক্রি করতে থাকেন। যেসব বড় সংস্থাগুলি স্টপ লস লাগিয়ে রাখেন, স্টক স্টপ লস হিট করলে তারাও তা বিক্রি করতে বাধ্য হন। আর এই ছকেই রিপোর্ট প্রকাশ করে ওই শর্ট সেলিং ফার্মগুলি। একবার বড় কোম্পানিগুলির শেয়ার কম দামে চলে এলে তা বড় পরিমাণে কিনে নেয় ওই সংস্থাগুলি। এভাবেই চলে আরবপতি হওয়ার প্রক্রিয়া।
Centre On Adani Case: এখনই কিছু বলার সময় আসেনি
আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে সুপ্রিম কোর্টে কেন্দ্র আরও জানিয়েছে, এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে পর্যবেক্ষণ। এখনই এই প্রসঙ্গে কোনও সিদ্ধান্তে আসতে পারবে না সরকার। এতে আরও সময় লাগবে।
আরও পড়ুন : PMVVY vs SCSS: প্রবীণ নাগরিকদের জন্য সেরা দুই স্কিম, কোনটিতে বেশি লাভ ?