PMVVY vs SCSS: প্রবীণ নাগরিকদের জন্য সেরা দুই স্কিম, কোনটিতে বেশি লাভ ?
Senior Citizen Saving Scheme: সরকার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) ও প্রধানমন্ত্রী বয়ঃ বন্দনা যোজনার (PMVVY)মতো দুটি প্রকল্প এনেছে। এই দুটি স্কিমই প্রবীণ নাগরিকদের মধ্যে জনপ্রিয়।
Senior Citizen Saving Scheme: প্রবীণ নাগরিকদের জন্য এই স্কিমগুলি এনেছে সরকার। এখানে মেয়াদ শেষে বড় অঙ্কের টাকা জমার পাশাপাশি আয়ও বাড়বে আপনার। সরকার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) ও প্রধানমন্ত্রী বয়ঃ বন্দনা যোজনার (PMVVY)মতো দুটি প্রকল্প এনেছে। এই দুটি স্কিমই প্রবীণ নাগরিকদের মধ্যে জনপ্রিয়। আপনিও যদি এই স্কিমগুলিতে বিনিয়োগ করার কথা ভাবেন, তবে এগুলির সুবিধা বুঝে নিন।
Senior Citizen Saving Scheme: সিনিয়র সিটিজেন সেভিং স্কিম
এই প্রকল্পটি পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পের আওতায় পরিচালিত হয়। এই স্কিম আরও আকর্ষণীয় করতে সরকার বিনিয়োগের সীমা ১৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩০ লাখ টাকা করেছে। একই সঙ্গে এর সুদের হারও বাড়ানো হয়েছে, যার আওতায় ৮ শতাংশ সুদ দিচ্ছে সরকার। যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি এই স্কিমের অধীনে ৬০ লক্ষ টাকার সুবিধা পেতে পারেন। এর স্কিমের মেয়াদ ৫ বছর।
Pradhan Mantri Vaya Vandana Yojana: প্রধানমন্ত্রী বয়ঃ বন্দনা যোজনা
কেন্দ্রীয় সরকার পরিচালিত এই স্কিমটি একটি পেনশন পরিকল্পনা, যাতে আপনি প্রতি মাসে আয়ের সুযোগ পাবেন। মূলত, LIC-র অধীনে পরিচালিত হয় এই প্রকল্প। প্রধানমন্ত্রী বয়ঃ বন্দনা যোজনার অধীনে সর্বাধিক বিনিয়োগের সীমা হল ১৫ লক্ষ টাকা। যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে এতে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। সেই ক্ষেত্রে যেকোনও নাগরিক ৬০ বছর বয়সে এর সুবিধা নিতে পারবেন। এই প্রকল্পের অধীনে ৭.৪০ শতাংশ সুদ দেওয়া হয়। এই স্কিমটি কেবল ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত চালু আছে।
Tax Saving Scheme: কে কত ট্যাক্সের সুবিধা পাবে ?
আপনি যদি সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে বিনিয়োগ করতে যান, তাহলে আপনি আয়করের ধারা 80C এর অধীনে কর ছাড় পেতে পারেন। এতে ১.৫ লাখ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যাবে। প্রধানমন্ত্রী বয়ঃ বন্দনা যোজনার অধীনে কর ছাড়ের কোনও সুবিধা নেই।
আরও পড়ুন : Internet Explorer Era Ends: প্রেমদিবসেই বিচ্ছেদ চিরতরে !