Adani Transmission Q3 Result: বদলাবে ভাবমূর্তি ? আদানি ট্রান্সমিশনে ৪৭৮ কোটি টাকা লাভ, ৭৩ শতাংশ মুনাফা
Adani Group Stocks: স্টকে পতন হলেও দুরন্ত উত্থান দেখা গেল কোম্পানির ত্রৈমাসিক ফলাফলে। দারুণ ফল করল আদানি ট্রান্সমিশন।
Adani Group Stocks: স্টকে পতন হলেও দুরন্ত উত্থান দেখা গেল কোম্পানির ত্রৈমাসিক ফলাফলে। দারুণ ফল করল আদানি ট্রান্সমিশন। সোমবার
২০২২-২৩ আর্থিক বছরের অক্টোবর থেকে ডিসেম্বর তৃতীয় ত্রৈমাসিকে ভাল রেজাল্ট করেছে কোম্পানি।
Adani Transmission Q3 Result: আদানি ট্রান্সমিশনের মুনাফা গত বছরের একই প্রান্তিকের তুলনায় ৭৩ শতাংশ বেড়েছে। গত বছর এই সময় আদানি ট্রান্সমিশনের মুনাফা ছিল ২৮৩.৭৫ কোটি টাকা। যা এবার ৪৭৮.১৫ কোটি টাকায় পৌঁছেছে।
Share Market: তৃতীয় ত্রৈমাসিকে আদানি ট্রান্সমিশনের রাজস্ব 15.8 শতাংশ বেড়েছে, যা গত আর্থিক বছরের একই ত্রৈমাসিকে 2623 কোটি টাকা ছিল। কোম্পানির EBITDA তৃতীয় প্রান্তিকে 1798 কোটি টাকায় দাঁড়িয়েছে, যা বেড়েছে 28.9 শতাংশ । কোম্পানি বিবৃতিতে জানিয়েছে, নতুন সঞ্চালন লাইন চালু হওয়ায় কোম্পানির রাজস্ব বেড়েছে। চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে, নগদ মুনাফা 34 শতাংশ বেড়ে 955 কোটি টাকা হয়েছে। একই সময়ে এই সময়ের মধ্যে ইপিএস হয়েছে 4.26 টাকা প্রতি শেয়ার ।
Adani Group Stocks: কোম্পানি জানিয়েছে, তৃতীয় ত্রৈমাসিকে বাণিজ্যিক বিভাগে চাহিদা বৃদ্ধির কারণে বিদ্যুতের চাহিদা বেড়েছে ৪.৪ শতাংশ। এর পাশাপাশি বণ্টনের কারণে লোকসান কমেছে ৫. ৬ শতাংশ। আদানি ট্রান্সমিশনের এমডি অনিল সারদানা জানিয়েছেন, সংস্থা এখন ক্রমশ উন্নতির দিকে এগিয়ে চলেছে। চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিবেশ সত্ত্বেও ভাল ফল করেছে।
আদানি ট্রান্সমিশন হল আদানি গ্রুপের ইলেকট্রিক ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি। কোম্পানির ১৩টি রাজ্যে উপস্থিতি রয়েছে। এর মোট ১৮,৭৯৫ ckm নেটওয়ার্ক রয়েছে ।যার মধ্যে ১৫,৩৭১ ckm চালু আছে। বিভিন্ন পর্যায়ে ৩৪২৪ কেএম নির্মাণ কাজ চলছে। আদানি ট্রান্সমিশন মুম্বই ও মুন্দ্রা SEZ-এ ১২ মিলিয়ন গ্রাহকদের পরিষেবা দিচ্ছে।
Share Market Update: টানা পতনের পর ঘুরে দাঁড়াচ্ছে আদানির বেশকিছু স্টক (Adani Group Stocks)। সোমবার সপ্তাহের প্রথম দিনে ৯ শতাংশের বেশি ওপর উঠেছে আদানি পোর্ট। যদিও আদানি গ্রুপের সব স্টকে এই উত্থান দেখা যায়নি।
Adani Group Stocks: আজ আদানি গোষ্ঠীর স্টকের অবস্থা ?
আজ বাজার নেতিবাচক থাকলেও ইতিবাচক রূপ দেখিয়েছে আদানি পোর্ট। দিনের শেষে ৯ শতাংশের ওপরে ক্লোজ করেছে এই স্টক। দিনের শেষ এই স্টক ৫৪৫.৪৫ টাকায় দৌড় থামায়। এদিন ৯.৩৪ শতাংশ উঠেছিল এই স্টক। সব মিলিয়ে সারাদিনে ৪৬.৬০ টাকা ওঠে আদানির এই 'মাদার বিজনেস'। যদিও আদানি গ্রিন, আদানি এন্টারপ্রাইজ, আদানি ট্রান্সমিশন ছাড়াও আদানি উইলমারে আগের মতোই পতন দেখা গিয়েছে।
Adani Group Stocks: আদানির স্টকে রেকর্ড বৃদ্ধি, একদিনে স্টক ছাড়াল ৯ শতাংশের বেশি