Adani Wilmar Update: ৫০,০০০ কোটির ক্লাবে আদানি! 'পরিবারের' আর কে পেয়েছে সদস্যপদ ?
Adani Wilmar Shares: এবার ৫০,০০০ কোটির ক্লাবে মিড-ক্যাপ ক্লাবে ঢুকে পড়ল আদানি-উইলমার। গত তিন দিন শেয়ার মূল্যে রকেট গতির ফল পেয়েছে কোম্পানি।
Adani Wilmar Shares: এবার ৫০,০০০ কোটির ক্লাবে মিড-ক্যাপ ক্লাবে ঢুকে পড়ল আদানি-উইলমার। গত তিন দিন শেয়ার মূল্যে রকেট গতির ফল পেয়েছে কোম্পানি। এখন তাদের বাজারে মূলধনের পরিমাণ ৫০,০০০ কোটি টাকা স্পর্শ করেছে। বর্তমানে বাজার মূলধন বা মার্কেট ক্যাপের ভিত্তিতে অভিজাত কোম্পানিগুলির গ্রুপে প্রবেশ করল এই কোম্পানি। এখন আদানি-উইলমারের মার্কেট ক্যাপ 50,201 কোটি টাকা দাঁড়িয়েছে। অন্তত তেমনই দেখাচ্ছে NSE-র তথ্য। BSE-তে কোম্পানির মার্কেট ক্যাপ দাঁড়িয়েছে 49,621 কোটি টাকা। কারণ এখানে 381.80 টাকায় লক করা হয়েছে স্টক। 20 শতাংশ উপরের সার্কিট লেগেছে স্টকে।
Adani Wilmar Shares: আদানি উইলমার আদানি গ্রুপের সপ্তম বাজারে তালিকাভুক্ত কোম্পানি। আদানি গ্রুপের বিচারে এটি ষষ্ঠ কোম্পানি, যার মার্কেট ক্যাপ 50,000 কোটি টাকার পেরোল। তথ্য বলছে, আদানি পাওয়ারই একমাত্র কোম্পানি যার মার্কেট ক্যাপ 50,000 কোটি টাকার কম। বর্তমানে আদানি পাওয়ারের মার্কেট ক্যাপ দাঁড়িয়েছে 42,059 কোটি টাকা৷ বাকি পাঁচটি কোম্পানি আদানি গ্রিন এনার্জি, আদানি ট্রান্সমিশন, আদানি এন্টারপ্রাইজ, আদানি টোটাল গ্যাস ও আদানি পোর্টস ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের(SEZ) প্রতিটির বাজার মূলধন 1 ট্রিলিয়ন টাকার বেশি। এখন আদানি গোষ্ঠীর সমস্ত সংস্থাগুলির মোট বাজার মূলধন প্রায় 11.30 ট্রিলিয়ন রুপি।
Stock Market Update: এদিন মার্কেট শুরু হতেই National Stock Exchange (NSE)-তে ওপরে উঠতে শুরু করে আদানির-উইলমারের শেয়ার। দ্বিতীয় দিনেও ২০ শতাংশ বেড়ে বাজার বন্ধের আগেই আপার সার্কিট লেগে যায় স্টকে। বৃহস্পতিবার NSE-তে স্টকের দাম ওঠে ৩৮৬.২৫ টাকা।
Share Market Update: পরিসংখ্যান বলছে, এদিনের বাজার বন্ধের সময় ইস্যু প্রাইস ২৩০ টাকা থেকে ৬৮ শতাংশ বেড়ে যায় আদানি-উইলমারের শেয়ারের দাম। এমনকী ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)-তে লিস্টিং প্রাইস ২২৭ টাকার থেকে ৭০ শতাংশ বেড়ে গিয়েছে শেয়ারের দাম। একই সময়ে বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE)-তে ডেবিউ প্রাইসের থেকে ৭৫ শতাংশ বেড়ে গিয়েছে শেয়ারের দাম।