AC Price Hike: এসি কিনতে 'পুড়বে হাত', দাম বাড়ল ১২ শতাংশ
AC Price Hike: তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রির বেশি। প্রচন্ড গরমে পরিত্রাণ পেতে এয়ার কন্ডিশনারের দিকে ছুটছে মানুষ। এবার সাধারণ মানুষের সেই আশাতেও পড়বে দুশ্চিন্তার ছাপ।
AC Price Hike: তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রির বেশি। প্রচন্ড গরমে পরিত্রাণ পেতে এয়ার কন্ডিশনারের দিকে ছুটছে মানুষ। এবার সাধারণ মানুষের সেই আশাতেও পড়বে দুশ্চিন্তার ছাপ। ঠান্ডা এসি কিনতেও হাতে ছ্যাকা লাগবে আম আদমির।
AC Sales Increases: কেন বাড়ছে এসির দাম ?
চলতি বছরে গরম বেশি থাকায় দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। যদিও দেশবাসীর এই চিন্তায় আদতে লাভবান হচ্ছেন এয়ারকন্ডিশনার প্রস্তুতকারী কোম্পানিগুলি। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আরও দাম বেড়েছে এসির। এয়ারকন্ডিশনার যন্ত্রাংশের সরবরাহ বাধা পাওয়ায় এই দামবৃদ্ধি বলেছে কোম্পানিগুলি। পরিসংখ্যান বলছে, এতকিছুর পরও প্রচন্ড গরমে দেশে রেকর্ড সংখ্যক এসি বিক্রি হচ্ছে।
AC Price Hike: কত টাকা বেশি খরচ ?
এসি প্রস্তুতকারী কোম্পানিগুলির দাবি, ইলেকট্রনিক যন্ত্রাংশ ছাড়াও তামা, অ্যালুমিনিয়াম লাগে এসিতে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও চিনের কয়েকটি শহরে লকডাউনের কারণে সরবরাহ ব্যাহত হয়েছে।সেই কারণে জিনিসপত্রের দাম বেড়েছে। ফলে গত বছরের তুলনায় এসি ১০ থেকে ১২ শতাংশ বেশি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। অর্থাৎ এসি কিনতে এখন 4,000 থেকে 6,000 টাকা বেশি খরচ করতে হচ্ছে দেশবাসীকে। তা সত্ত্বেও বেড়েই চলেছে এসির বৃদ্ধি।
AC Sales Increases: মার্চ মাসে রেকর্ড বিক্রি
এ বছর প্রচণ্ড গরমের কারণে মার্চ মাসে প্রায় ১৫ লাখ এসি বিক্রি হয়েছে। যা এখন পর্যন্ত রেকর্ড। এর আগে এক মাসে ৯ লাখ ৮০ হাজার এসি বিক্রির রেকর্ড ছিল। বিপুল চাহিদার কারণে এ বছর প্রায় ৯ মিলিয়ন এসি বিক্রি হবে বলে ধারণা করছে প্রস্তুতকারক কোম্পানিগুলি। পরিসংখ্যান বলছে, 2021 সালে মাত্র 7.5 মিলিয়ন এসি বিক্রি হয়েছিল।
AC Price Hike: কত শতাংশ এসি ভারতবাসীর ঘরে ?
ভারতে এসিকে এখনও বিলাসিতা হিসেবেই দেখা হয়। সেই কারণে মাত্র ৮ শতাংশ বাড়িতে এসি রয়েছে। যেখানে ইউরোপ, এশিয়ার অনেক দেশেই ৫০ শতাংশের বেশি বাড়িতে এসি রয়েছে। শিল্পের অনুমান বলছে, 2026 সালের মধ্যে ভারতের 13 শতাংশ পরিবারেই এসি থাকবে।
আরও পড়ুন : Viral video: মাঝআকাশে বিমান বদলের চেষ্টা, ঝাঁপ দিলেন দুই 'পাইলট'