Air India: বিমান সফরে এবার বড় চমক, যাত্রীদের কী সুবিধে দেবে এয়ার ইন্ডিয়া ?
Air India WiFi: এই ওয়াইফাই পরিষেবা ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক রুটে নিউইয়র্ক, লন্ডন, প্যারিস ও সিঙ্গাপুরে দেওয়া হচ্ছে। এখন এটি পাইলট প্রকল্প কর্মসূচির অধীনে আভ্যন্তরীণ রুটেও চালু করা হচ্ছে।
Air India WiFi: নতুন বছরে যাত্রীদের বড় উপহার দিতে চলেছে এয়ার ইন্ডিয়া। আভ্যন্তরীণ বা ডোমেস্টিক উড়ানের ক্ষেত্রে এবার বিমানের (Air India) মধ্যেই পাওয়া যাবে ওয়াইফাই পরিষেবা। এই সংস্থাই ভারতে প্রথম বিমানে ওয়াইফাই চালু করার উদ্যোগ নিয়েছে। এয়ার ইন্ডিয়ার একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এয়ারবাস এ৩৫০, বোয়িং ৭৮৭-৯, এয়ারবাস এ৩২১নিও বিমানের যাত্রীরা ইন্টারনেট ব্রাউজ করতে সমাজমাধ্যম (Air India WiFi) দেখতে পারবেন সহজেই। ১০ হাজার ফুট উপর দিয়ে উড়ে যাওয়ার সময় আপনি সহজেই আপনার প্রিয়জনকে টেক্সট করতে পারবেন না।
বিনামূল্যে পাওয়া যাবে ওয়াইফাইয়ের সুবিধে
এই ওয়াইফাই পরিষেবা ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক রুটে নিউইয়র্ক, লন্ডন, প্যারিস ও সিঙ্গাপুরে দেওয়া হচ্ছে। এখন এটি পাইলট প্রকল্প কর্মসূচির অধীনে আভ্যন্তরীণ রুটেও চালু করা হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে অন্যান্য বিমানেও এই পরিষেবা চালু করার কথা ভাবছে সংস্থা। এয়ারলাইন্সের তরফ থেকে জানানো হয়েছে আইফোন বা অ্যান্ড্রয়েড ওএস সহ ল্যাপটপ, ট্যাবলেট, এবং স্মার্টফোনে বিনামূল্যে ওয়াইফাই পাওয়া যাবে।
এয়ার ইন্ডিয়ার চিফ কাস্টমার এক্সপেরিয়েন্স অফিসার রাজেশ ডোগরা জানান, কানেক্টিভিটি এখন আধুনিক ভ্রমণের একটি অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। তিনি জানিয়েছিলেন যে, 'আমাদের যাত্রীরা ওয়েবে সংযোগ করার সুবিধে আনলে তার প্রশংসাই করবে। বিমানে চড়ে এয়ার ইন্ডিয়ার নতুন অভিজ্ঞতা লাভ করবে যাত্রীরা।
কীভাবে যাত্রীরা এয়ার ইন্ডিয়ায় ওয়াইফাই ব্যবহার করতে পারেন
প্রথমে আপনার ডিভাইসে ওয়াইফাই চালু করতে হবে, ওয়াইফাই সেটিংসে যেতে হবে।
এরপরে এয়ার ইন্ডিয়া ওয়াইফাই নেটওয়ার্কে ক্লিক করতে হবে।
এবার আপনি আপনার ব্রাউজারে এয়ার ইন্ডিয়ার পোর্টালে গিয়ে আপনার পিএনআর ও পদবি লিখতে হবে।
এরপরেই বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পেয়ে যাবেন।
টাটা গ্রুপের মালিকানাধীন এয়ারলাইন এয়ার ইন্ডিয়া দেশের শিক্ষার্থীদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এসেছে। এর মাধ্যমে 12 বছরের বেশি বয়সী সব শিক্ষার্থীরা এয়ার ইন্ডিয়ার সব ফ্লাইটে বেস ভাড়ায় 10 শতাংশ পর্যন্ত ছাড়, 10 কেজি অতিরিক্ত ব্যাগেজ সহ অন্যান্য অনেক সুবিধা পাবেন। শুধু তাই নয়, এটি শুধুমাত্র ডমেস্টিক ফ্লাইটের জন্যই নয়, আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও প্রযোজ্য হবে। এইভাবে সব মিলিয়ে ছাত্ররা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বুকিংয়ে 25 শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Zomato: জোমাটোতে অর্ডার দিলে মিলছে 'গার্লফ্রেন্ড'ও ? ৪ হাজারেরও বেশি মানুষ কী খুঁজেছে জানেন ?