Air Ticket: প্রয়াগরাজে কুম্ভমেলায় যাবেন ? ৫০ শতাংশ কমল বিমানভাড়া; কারা পাবেন সুবিধে ?
Kumbh Mela 2025: এর আগে বেসামরিক পরিবহন দফতরের ডিরেক্টরেট জেনারেল প্রয়াগরাজের বিমানভাড়ায় সাম্য আনার পরামর্শ দিয়েছিলেন। ২৩ জানুয়ারি ২০২৫ এই বিষয়ে একটি বৈঠক হয়।

প্রয়াগরাজ: বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নায়ডু জানিয়েছেন ২০২৫-এর কুম্ভমেলায় যাওয়ার জন্য বিমানভাড়া ৫০ শতাংশ (Air Fare) কমানো হবে। ১ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হয়েছে বিমানের এই পরিবর্তিত ভাড়া। কেন্দ্র সরকারের তরফে দেশের সমস্ত বিমান পরিবহন সংস্থাকে ভাড়া কমানোর ব্যাপারে নির্দেশ দেওয়ায় (Air Ticket) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ইতিমধ্যে তিনবার এই নিয়ে বৈঠকও হয়ে গিয়েছে। মহাকুম্ভ শুরু হওয়ার পর থেকেই হঠাৎ করে বিমানভাড়া ব্যাপক হারে বেড়ে গিয়েছিল। তবে সরকারের তরফে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে এই বিমানভাড়া কমানোর ফলে বিমান সংস্থাগুলির কোনো ক্ষতি হবে না।
এর আগে বেসামরিক পরিবহন দফতরের ডিরেক্টরেট জেনারেল প্রয়াগরাজের বিমানভাড়ায় সাম্য আনার পরামর্শ দিয়েছিলেন। ২৩ জানুয়ারি ২০২৫ এই বিষয়ে একটি বৈঠক হয় যেখানে এই ভাড়া কমানোর ব্যাপারে সুপারিশ করেছিলেন তিনি। জানুয়ারি মাসেই ডিজিসিএ অতিরিক্ত ৮১টি বিমানের ব্যবস্থা করে যার মাধ্যমে বাড়তি চাহিদার যোগান দেওয়া সম্ভব হবে। এর মাধ্যমে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের জন্যই ছিল শুধুমাত্র ১৩২টি বিমানের বন্দোবস্ত। আর এর কারণেই দিল্লি থেকে প্রয়াগরাজগামী বিমানের ভাড়া বেড়ে গিয়েছিল ২১ গুণ। ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই প্রয়াগরাজের মহাকুম্ভ। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। ইতিমধ্যেই এই মেলায় ১৯৯.৪ মিলিয়ন মানুষ উপস্থিত হয়েছেন। আগের সপ্তাহেই এই কুম্ভমেলায় হঠাৎ পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে, তাকে ঘিরে উত্তেজনা চরমে ওঠে, এরও আগে একবার তাঁবুতে আগুন ধরে বিপত্তি ছড়িয়েছিল কুম্ভমেলায়। পদপিষ্ট হওয়ার ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে।
এর পাশাপাশি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একটি সাময়িক শহর বিস্তৃত হয়েছে নদীর ধারে। ৪ হাজার হেক্টর জায়গা নিয়ে মোট দেড় লক্ষ তাঁবুর বন্দোবস্ত করা হয়েছে। তাঁবুর পাশাপাশি টয়লেটের বন্দোবস্তও করা হয়েছে। এত বিপুল জায়গায় ৭৫০০টি ফুটবল মাঠ ধরে যাবে। বিমানভাড়া ৫০ শতাংশ কমিয়ে আনার ফলে যেখানে দিল্লি থেকে প্রয়াগরাজের ভাড়া ছিল ২৯ হাজার টাকা, তা কমে এসেছে ১০ হাজার টাকায়।
কারা উপকৃত হবেন
এই বিমানভাড়া কমে যাওয়ার ফলে প্রভূত উপকৃত হবেন ভক্তযাত্রীরা, মহাকুম্ভের মেলায় যে সমস্ত পুণ্যার্থীরা আসছেন তাদের অনেক খরচ বেঁচে যাবে। বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ এই কুম্ভমেলায় এবার থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিমান সংযোগ চালু হয়েছে। পুনে, হায়দরাবাদ, আমেদাবাদ, বেঙ্গালুরু থেকেও বিমানের সুবিধে মিলবে যাত্রীদের। আগামী ৩, ৪, ১২ ও ২৬ তারিখে আরও ভক্ত সমাগম বাড়তে পারে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Budget 2025: KYC-তে বদল আসছে, কী হবে নতুন নিয়মে; উপকার হবে গ্রাহকদের ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
