Airtel Prepaid Recharge Plan: দৈনিক ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলের পরিষেবা, এয়ারটেলের নতুন ২ প্রিপেড রিচার্জে আর কী কী সুবিধা রয়েছে
Airtel Recharge Plan: ইউজাররা প্রতিদিন ১.৫ জিবি হাই স্পিড ডেটা পাবেন। সেই সঙ্গে ১০০ এসএমএসের সুবিধাও থাকবে প্রতিদিন। এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের মাধ্যমে এই দুই প্ল্যান রিচার্জ করতে পারবেন ইউজাররা।
Airtel Recharge Plan: এয়ারটেল সম্প্রতি দুটো নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান (Prepaid Recharge Plan) চালু করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রিলায়েন্স জিও (Reliance Jio) নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। এরপরই ময়দানে নেমেছে এয়ারটেল (Airtel)। ৫১৯ এবং ৭৭৯ টাকার নতুন দুটো প্রিপেড রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে এয়ারটেল সংস্থা। এই দুই প্ল্যানেই রয়েছে নানা ধরনের সুবিধা। ইউজাররা প্রতিদিন ১.৫ জিবি হাই স্পিড ডেটা পাবেন। সেই সঙ্গে ১০০ এসএমএসের সুবিধাও থাকবে প্রতিদিন। এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের মাধ্যমে এই দুই প্ল্যান রিচার্জ করতে পারবেন ইউজাররা।
এয়ারটেলের ৫১৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানের বিভিন্ন সুবিধা
এই প্ল্যানে মোট ৯০ জিবি ডেটা পাবেন ইউজাররা। প্রতিদিন থাকবে ১.৫ জিবি ডেটার সুবিধা। এছাড়াও রোজ ১০০ এসএমএসের সুবিধাও পাবেন ইউজাররা। জানা গিয়েছে, এয়ারটেলের এই রিচার্জ প্ল্যানের মেয়াদ ৬০ দিন। এছাড়াও অতিরিক্ত সুবিধা হিসেবে থাকবে এয়ারটেল থ্যাঙ্কস বেনিফিট। সেখানে একটি ফ্রি Apollo 24|7 Circle, Hellotunes, Wynk Music- এর পাশাপাশি FASTag- এ ১০০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুবিধা থাকছে। প্রতিদিনের ডেটা শেষ হয়ে গেলে ৬৪ জেবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা।
এয়ারটেলের ৭৭৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানের বিভিন্ন সুবিধা
এই প্ল্যানের মেয়াদ ৯০ দিন। মোট ১৩৫ জিবি ডেটার সুবিধা থাকছে এই প্ল্যানে। প্রতিদিন ১.৫ জিবি হাই স্পিড ডেটা পাবেন ইউজাররা। এছাড়াও থাকছে দৈনিক ১০০ এসএমএসের সুবিধা। ৫১৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানের মতো ৭৭৯ টাকার প্ল্যানেও এয়ারটেল থ্যাঙ্কস বেনিফিট এবং অন্যান্য সুবিধাও রয়েছে।
এয়ারটেলের অন্যান্য যে প্ল্যানে ১.৫ জিবি ডেটার সুবিধা রয়েছে
২৯৯ টাকার প্রিপেড রিচার্জ- এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। আনলিমিটেড ভয়েস কল, দৈনিক ১০০ এসএমএসের সুবিধা ছাড়াও এই প্ল্যানে রয়েছে Apollo 24|7 Circle- এর তিনমাসের সাবস্ক্রিপশন, হ্যালোটিউনস, ফ্রি উইঙ্ক মিউজিক, Upskill with Shaw Academy- র ফ্রি অনলাইন কোর্স (এক বছরের জন্য) এবং FASTag- এর ক্ষেত্রে ১০০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুবিধা। এছাড়াও প্রতিদিন ১.৫ জিবি ডেটার সুবিধা তো থাকছেই।
৪৭৯ টাকার প্রিপেড রিচার্জ- এই প্ল্যানের মেয়াদ ৫৬ দিন। দৈনিক ১.৫ জিবি ডেটা ছাড়াও আনলিমিটেড ভয়েস কল, ১০০ এসএমএস, Apollo 24|7 Circle- এর তিনমাসের সাবস্ক্রিপশন, হ্যালোটিউনস, ফ্রি উইঙ্ক মিউজিক, Upskill with Shaw Academy- র ফ্রি অনলাইন কোর্স (এক বছরের জন্য) এবং FASTag- এর ক্ষেত্রে ১০০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুবিধা থাকছে এই প্ল্যানে।
আরও পড়ুন- রিলায়েন্স জিওর নতুন প্রিপেড রিচার্জ প্ল্যান, ৭৫০ টাকায় কী কী সুবিধা পাচ্ছেন, দেখে নিন