(Source: Poll of Polls)
Kickstarter Early Deals: অ্যামাজনের এই সেলে কোন ডিভাইসে কত ছাড়? দেখে নিন
Amazon Great Freedom Festival 2022 Sale: এই সেলের গুরুত্বপূর্ণ অংশ Kickstarter Early Deals, যা ইতিমধ্যেই লাইভ হয়েছে।
Kickstarter Early Deals: অ্যামাজনের গ্রেট ফ্রিডম ফেস্টভ্যাল ২০২২ (Amazon Great Freedom Festival 2022 Sale)- এর গুরুত্বপূর্ণ অংশ Kickstarter Early Deals। ইতিমধ্যেই এই ডিল লাইভ হয়েছে। ক্রেতারা কোন কোন ডিভাইসে কতটা ছাড় পাবেন তা দেখে নেওয়া যাক একনজরে। একাধিক কোম্পানির স্মার্টফোন (Smartphone) ছাড়াও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস যেমন- ক্যামেরা, ইয়ারফোন, ট্যাবলেট, স্টোরেজ ডিভাইস ইত্যাদির ক্ষেত্রেও রয়েছে ছাড়। ৬ অগস্ট থেকে ১০ অগস্ট পর্যন্ত চলবে এই সেল। এসবিআই- এর কার্ড থাকলে ১০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। অ্যামাজনের প্রাইম মেম্বাররা ২৪ ঘণ্টা আগে থেকে কেনাকাটার সুযোগ পাবেন।
Kickstarter Early deals
রিয়েলমি নারজো ৫০এ- এই ফোনের দামে ২৫০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট রয়েছে। এছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফার। বর্তমানে ১০,৯৯৯ টাকায় এই ফোন কেনা যাবে। এক্সচেঞ্জ অফারে ১০,৩৫০ টাকা ছাড় পেতে পারেন ক্রেতারা।
টেকনো স্পার্ক ৯- ফোনের আসল দাম ১৩,৪৯৯ টাকা। ৩০ শতাংশ ছাড় পেয়ে অ্যামাজনের সেলে এই ফোনের দাম হবে ৯৪৯৯ টাকা।
রেডমি নোট ১১টি ৫জি- এই ফোনের ৬ জিবি র্যাম ভ্যারিয়েন্ট কেনা যাবে ১৪,৯৯৯ টাকায়। ৬০০০ টাকা ছাড় রয়েছে এই ফোনের দামে।
ল্যাপটপে ছাড়
ল্যাপটপের ক্ষেত্রে ৪৪,৭০১ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। এইচপি, আসুস, ডেল ও অন্যান্য অনেক ব্র্যান্ডের ল্যাপটপেই রয়েছে ছাড়। LG Gram (১৬ ইঞ্চির ডিসপ্লে)- এই ডিভাইসে রয়েছে ৪৪ শতাংশ ছাড়। 11th generation Intel Core i7 প্রসেসর রয়েছে এই ল্যাপটপে। অ্যা মাজনের সেলে এর দাম ৮১,৪৯০ টাকা।
এর পাশাপাশি হাই পারফরম্যান্স ল্যাপটপ এবং ডেস্কটপের ক্ষেত্রে Kickstarter Deal sale- এ প্রায় ৯৯ হাজার টাকা পর্যন্ত ছাড় রয়েছে। Asus ROG Strix GL10- এই ল্যাপটপে ৫০ শতাংশ ছাড় রয়েছে। AMD এবং Intel processors- দু’ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই ছাড়। AMD ভার্সানের দাম ৫৮,৯৯০ টাকা। ইন্টেল ভার্সানের দামও ৫৮,৯৯০ টাকা।
বিভিন্ন ওয়ারেবল ডিভাইস যেমন- স্মার্টওয়াচ, ফিটনেস ব্যান্ড (Noise, Boat, Fire-Boltt)- এর ক্ষেত্রে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। অডিও প্রোডাক্টের ক্ষেত্রে ৭৪ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে।
আরও পড়ূন- ওপ্পো 'এ' সিরিজের নতুন ৪জি ফোন লঞ্চ হল ভারতে, দাম কত?