Amazon Great Indian Sale: Flipkart-এর 'বিগ বিলিয়ন ডে'-র পাল্টা সেল আনছে Amazon, কত শতাংশ পর্যন্ত ছাড় ?
অ্যামাজনের তরফে জানানো হয়েছে, Amazon Great Indian Sale-এ HDFC Bank-এর সঙ্গে জুটি বাঁধবে কোম্পানি। সেলের সময় HDFC Bank-এর ডেবিট অথবা ক্রেডিট কার্ডে জিনিস কিনলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন ক্রেতা।
নয়াদিল্লি: Flipkart Big Billion Days-কে টক্কর দিতে Amazon Great Indian Sale আসছে। ইতিমধ্যেই এই বিশাল সেলের বিষয়ে নিশ্চিত করেছে কোম্পানি। শোনা যাচ্ছে, আগামী মাসেই শুরু হতে চলেই দুই যুযুধান ই-কমার্স সাইটের বাম্পার সেল। তবে এখনও সেলের নির্দিষ্ট তারিখের বিষয়ে কিছু বলেনি দুই কোম্পানি।
অ্যামাজনের তরফে জানানো হয়েছে, Amazon Great Indian Sale-এ HDFC Bank-এর সঙ্গে জুটি বাঁধবে ই-কমার্স জায়ান্ট। সেলের সময় HDFC Bank-এর ডেবিট অথবা ক্রেডিট কার্ডে জিনিস কিনলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন ক্রেতা। সূত্রের খবর- Echo, Kindle ও Fire TV-তে বিশাল পরিমাণে ছাড় দিতে পারে Amazon। উৎসবের মরশুমে সেলে নতুন প্রোডাক্ট লঞ্চ হতে পারে অ্যামাজনে। তবে Flipkart Big Billion Days-এর সঙ্গে ছাড়ের প্রতিযোগিতায় কে জিতবে তা
জানতে এখনও সময় লাগবে।
এদিকে 'বিগ বিলিয়ন ডে' সেলের টিজার ছেড়েছে ফ্লিপকার্ট। সূত্রের খবর, স্মার্টফোন, ইলেকট্রনিক্স ছাড়াও জামা-কাপড়ে বিশাল ছাড় দিতে চলেছে কোম্পানি।শোনা যাচ্ছে, কিছু বিশেষ ক্যাটিগরিতে বিশাল ছাড় ঘোষণা করতে চলেছে Flipkart। ইলেকট্রনিক্সে প্রায় ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দিতে পারে কোম্পানি।ইতিমধ্যেই Apple-এর iPhone 12 series-এ ছাড় দেওয়া শুরু করেছে কোম্পানি।পাশাপাশি Vivo, Oppo ও Samsung-এর ফোনেও বড় ছাড় দিতে চলেছে কোম্পানি।
মোবাইল, ইলেকট্রনিক্স, হেলথকেয়ার ডিভাইস, ল্যাপটপ, স্মার্টওয়াচ, পাওয়ার ব্যাঙ্কে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ের বিষয়ে 'টিজ' করেছে Flipkart। এ ছাড়াও টেলিভিশন ও অন্যান্য ইলেকট্রিক্যাল জিনিসেও ৮০ শতাংশ ছাড়ের প্রস্তুতি নিচ্ছে এই অনলাইন জায়ান্ট। জামা-কাপড়ের ক্ষেত্রে ৬০-৮০ শতাংশ ছাড় দিতে চলেছে কোম্পানি।
ঘর ও রান্নার জিনিসপত্র শুরু হচ্ছে ৯৯টাকা থেকে। সাজার জিনিস, খেলনা ও মেক আপের সরঞ্জামও পাওয়া যাবে অবিশ্বাস্য দামে। সেই ক্ষেত্রে ন্যূনতম এইসব প্রোডাক্টের দাম হবে ৯৯টাকা। আসবাবপত্র ও ম্যাট্রেস পাওয়া যাবে ৮৫ শতাংশ পর্যন্ত ছাড়ে। ইতিমধ্যেই ছাড়ের বিষয়ে বেশকিছু তথ্য সামনে আসছে। যেখানে জানা যাচ্ছে, সব ধরনের জিনিসেই ৭০ শতাংশ ছাড় দেবে ফ্লিপকার্ট।তবে একই ধরনের একাধিক প্রোডাক্ট কিনলে আরও ১০ শতাংশ ছাড় দেওয়া হবে।পুজোর মরশুমে ইতিমধ্যেই কোম্পানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে বেশকিছু কোম্পানি। নতুন প্রোডাক্ট লঞ্চের ক্ষেত্রেও পাওয়া যেতে বেশকিছু ছাড়। তবে অবশ্যই তা 'বিগ বিলিয়ন ডে'র মতো হবে না।
আরও পড়ুন : BSNL offers : ৫০০ টাকার নিচে ৩৬৫ দিনের ভ্যালিডিটি, দিনে ২জিবি-৩জিবি ডেটা প্ল্যান দিচ্ছে BSNL
আরও পড়ুন : SBI Alert: মাসে ৯০,০০০ টাকা পর্যন্ত আয়, ব্যবসার সুযোগ দিচ্ছে State Bank
আরও পড়ুন : Samsung Galaxy S22 Series : Apple-এর পর ফ্ল্যাগশিপ ফোন আনছে Samsung, থাকবে এই বিশেষ স্পেকস