Ashwin Dani: 'বেরঙা ঘর রঙিন করেছিলেন তিনি', চলে গেলেন এশিয়ান পেইন্টসের সহ-প্রতিষ্ঠাতা অশ্বিন দানি
Asian Paints: 'বেরঙা ঘর রঙিন করে'চলে গেলেন এশিয়ান পেইন্টসের সহ-প্রতিষ্ঠাতা অশ্বিন দানি (Ashwin Dani)।
Asian Paints: তাঁর সময়কালেই বিশাল সাম্রাজ্যের অধিকারী হয় এশিয়ান পেইন্টস (Asian Paints)। ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে ঘরে ঘরে ঢুকে পড়ে এশিয়ান পেইন্টসের নাম। 'বেরঙা ঘর রঙিন করে'চলে গেলেন এশিয়ান পেইন্টসের সহ-প্রতিষ্ঠাতা অশ্বিন দানি (Ashwin Dani)। কিছুদিন আগেও কোম্পানির নন-এক্সিকিউটিভ ডিরেক্টর পদে ছিলেন তিনি।
পড়াশোনা থেকে কলেজ
জন্ম থেকে কলেজ জীবন সবই মুম্বাইয়ে। এক সময় মুম্বই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে বিজ্ঞানে স্নাতক হন দানি। পরে ইউনিভার্সিটি অফ অ্যাক্রন, ওহাইও থেকে পলিমার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর রেনসেলার পলিটেকনিক,ট্রয়,নিউ ইয়র্ক থেকে পেইন্ট সায়েন্সে ডিপ্লোমা করেন এশিয়ান পেইন্টের সহ-প্রতিষ্ঠাতা।
দানির কর্মযোগ
এশিয়ান পেইন্টসে যোগদানের আগে দানি ডেট্রয়েট, মার্কিন যুক্তরাষ্ট্রে ইনমন্ট কর্পোরেশনের সঙ্গে একজন ডেভেলপমেন্ট কেমিস্ট হিসেবে কাজ করেন। এই অভিজ্ঞতা পরবর্তীকালে কাজে লাগে তাঁর। কোম্পানির সহ প্রতিষ্ঠাতা হিসাবে একে একে নিয়ে আসেন বহু প্রোডাক্ট। যার ওপর ভিত্তি করেই আজ ভারতের রঙ বাজারে বিশাল সাম্রাজ্য তৈরি করেছে এশিয়ান পেইন্টস।
দানির পরিবার
মৃত্যুকালে দানির বয়স হয়েছিল ৭৯ বছর। স্ত্রী,তিন সন্তান রেখে গেছেন তিনি। ছেলে মালভ দানি এশিয়ান পেইন্টসের বোর্ডে রয়েছেন। ব্যবসার পাশাপাশ অশ্বিন একজন যোগ অনুশীলনকারীও ছিলেন। শিল্প সংগ্রহে তাঁর আগ্রহ ছিল। ফোর্বসের মতে, তাঁর পরিবারের মোট সম্পদের পরিমাণ 68,000 কোটি টাকা।
চলতি বছরের মার্চ থেকে জুন ত্রৈমাসিকে এশিয়ান পেইন্টস 1550.4 কোটি টাকার একত্রিত নিট মুনাফা করেছে, যা কোম্পানির চলতি বছরে 50 শতাংশ শক্তিশালী বৃদ্ধি দেখায়। ফার্মের একত্রিত বিক্রয় 7 শতাংশ বেড়ে 9,153.8 কোটি টাকায় দাঁড়িয়েছে।
Share Wale Baba: চেহারা দেখে বুঝবেন না, এই 'শেয়ার বাবার' আছে ১০০ কোটির স্টক!