Bank Holidays February: ফেব্রুয়ারিতে অনেকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন সম্পূর্ণ তালিকা
Bank Holidays in Feb 2023: জানুয়ারি শেষ হতে আর হাতে কয়েকটা দিন। রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকা বলছে, ফেব্রুয়ারিতেও অনেকদিন ছুটি থাকবে ব্যাঙ্কে।
Bank Holidays in Feb 2023: জানুয়ারি শেষ হতে আর হাতে কয়েকটা দিন। রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকা বলছে, ফেব্রুয়ারিতেও অনেকদিন ছুটি থাকবে ব্যাঙ্কে। তাই আগামী মাসে জরুরি কাজ থাকলে জেনে নিন পুরো ছুটির তালিকা।
Bank Holidays: ফেব্রুয়ারি মাসে কত দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে ?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্কে প্রচুর ছুটি থাকে। এই পুরো মাসে, বিভিন্ন রাজ্যে মোট ১০ দিন ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্কগুলি শনি ও রবিবার বাদে মহাশিবরাত্রির মতো উত্সবগুলিতে বন্ধ থাকবে।
এই দিনটি 2023 সালের ফেব্রুয়ারিতে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে
ফেব্রুয়ারি 5, 2023 - রবিবার (সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
ফেব্রুয়ারি 11, 2023 - দ্বিতীয় শনিবার (সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
ফেব্রুয়ারি 12, 2023 - রবিবার (সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
ফেব্রুয়ারি 15, 2023- লুই-এনগাই-নি (হায়দ্রাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
18 ফেব্রুয়ারি, 2023 - মহাশিবরাত্রি (আহমদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কানপুর, লখনউ, মুম্বাই, নাগপুর, রায়পুর, রাঁচি, সিমলা, তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
ফেব্রুয়ারি 19, 2023 - রবিবার (সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
ফেব্রুয়ারি 20, 2023 - রাজ্য দিবস (আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
21 ফেব্রুয়ারি, 2023- লোসার (গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
25 ফেব্রুয়ারি, 2023 - তৃতীয় শনিবার (সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
ফেব্রুয়ারি 26, 2023 - রবিবার (সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
Bank Holidays 2023 : রিজার্ভ ব্যাঙ্কের অফিশিয়াল সাইট দেখে নিন
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে, প্রতি মাসের রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। ব্যাঙ্কের ছুটির বিষয়ে আরও
তথ্যের জন্য আপনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল লিঙ্ক https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx - এ যেতে পারেন।
Bank Holidays List in 2023: Reserve Bank Of India(RBI)-এর নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'। দেশে সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে। তবে এটিএম ও ডিজিটাল পরিষেবা চালু থাকবে ব্যাঙ্কগুলির।
বর্তমানে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের কারণে ঘরে বসেই হয়ে যায় টাকা পাঠানোর কাজ। তবে কিছু ক্ষেত্রে ব্যাঙ্কে যেতে হয়। তাই আগামী মাসে ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির তালিকা দেখে নিন। না হলে ব্যাঙ্কে গিয়েও খালি হাতে ফিরে আসতে হবে আপনাকে।
Airtel Tariff Rise: মোবাইল রিচার্জের খরচ বাড়ল, ৫৭ শতাংশ ট্যারিফ বৃদ্ধি