Bank Strike: নিয়োগ 'বন্ধ', প্রতিবাদে টানা ২দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, প্রভাব পড়তে পারে ATM-এও !
Bank Strike On Recruitment: আগামী সোম-মঙ্গলবার, ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক

কলকাতা: নিয়োগ 'বন্ধ', প্রতিবাদে ২দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্সের ধর্মঘটের ডাক। আগামী সোম-মঙ্গলবার, ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। প্রভাব পড়তে পারে রাষ্ট্রায়ত্ত থেকে বেসরকারি ব্যাঙ্কে । ব্যাঙ্ক কর্মীদের ধর্মঘটের ডাক, প্রভাব পড়তে পারে ATM-এও।
ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্সের তরফে বলা হয়েছে, '২৪ এবং ২৫ তারিখ আমাদের স্ট্রাইক রয়েছে। আমাদের যে দাবি গুলি মূলত রয়েছে, যার মধ্যে অন্যতম হল নিয়োগ। রেকোমেন্ট করা হয়েছিল ৫ দিন ব্যাঙ্কিংয়ের জন্য । সেই রেকোমেন্টডেশন আজকে এক বছর অতিক্রান্ত। এখনও সেই দাবি আমাদের পেন্ডিং। ওয়র্কম্যান এবং অফিসার ডাইরেক্টর পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিতে, বিগত ১০ বছর ধরে পেন্ডিং। ১০ বছর ধরে আমাদের রিপ্রেজেন্টেশন সেই বোর্ডগুলিতে নেই। সেখানে আমাদের কথা বলার জায়গা....সরকার আমাদেরকে অস্বীকার করছে, সেই জায়গাগুলি দিতে।..মহারাষ্ট্র , উত্তরপ্রদেশ-বিভিন্ন জায়গায়, সরকারের স্কিম রূপায়ন করতে গিয়ে, যেভাবে গ্রাহকদের সামনে আমাদের পড়তে হচ্ছে, প্রপার আইনের রূপায়ন যদি না থাকে, যে আমাদের কর্মী- অফিসাররা আক্রান্ত হচ্ছেন, সেই সুরক্ষার দাবিও রয়েছে।'
আরও পড়ুন, আজ ফুরফুরা শরিফে মুখ্যমন্ত্রী
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
