Marriage Loan: বিয়ের খরচ সামলাতে বিশেষ ঋণ দিয়ে থাকে ব্যাঙ্কগুলি, কীভাবে পাবেন ? কত সুদ দিতে হয় ?
Bank Loan: আপনিও যদি বিয়ে করার পরিকল্পনা করে থাকেন আর এই বিয়ের মোটা খরচ জোগাড় না করে থাকেন, তাহলে আপনার কাছে একটাই বিকল্প রয়েছে আর তা হল ব্যাঙ্ক ঋণ। কীভাবে পাবেন ? কত সুদ দিতে হবে ?

Bank Loan: ভারতে বিবাহ কেবল দুই ব্যক্তির মধ্যে মিলন এমনটা নয়। এই বিবাহ দুই পরিবারের কাছেও একটি গর্বের ব্যাপার। বড় বড় বিয়ের মণ্ডপ থেকে শুরু করে থিম সজ্জা, বরের এন্ট্রি, জাঁকজমকপূর্ণ খাওয়া দাওয়া থেকে শুরু করে সবক্ষেত্রেই নিখুঁত হতে চান ভারতীয়রা। কিন্তু এই নিখুঁত (Marriage Loan) হওয়ার চেষ্টায় খরচও অনেক বেশি হয়ে যায়। ওয়েডমিগড নামের একটি ওয়েবসাইটের সমীক্ষা অনুসারে ২০২৪ সালে ৪৮ লক্ষ বিয়ে হয়েছিল ভারতে আর তা হয়েছিল অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে। আর এই বিয়ের কারণে ভারতে ৬ লক্ষ কোটি টাকা ব্যবসা হয়েছে দেশে।
আপনিও যদি বিয়ে করার পরিকল্পনা করে থাকেন আর এই বিয়ের মোটা খরচ জোগাড় না করে থাকেন, তাহলে আপনার কাছে একটাই বিকল্প রয়েছে আর তা হল ব্যাঙ্ক ঋণ (Bank Loan)। বহু ব্যাঙ্ক রয়েছে দেশে যারা বিয়ের জন্য ঋণ দিয়ে থাকে। বিয়ের খরচ সামলাতে এই ঋণ কীভাবে পাবেন ? কত সুদ দিতে হবে আপনাকে ?
গড় ভারতীয়র বিয়ের খরচ কত হয়
আজকালকার দিনে সাধারণ একটি বিয়ের খরচ শুরু হয় ৫ লক্ষ টাকা থেকে, সর্বোচ্চ খরচ প্রায় ২০ লক্ষ পর্যন্ত যায়। কিন্তু অনেকে আবার ডেস্টিনেশন ওয়েডিং করেন যার খরচ চলে যাবে ১ কোটির কাছাকাছি। ওয়েডমিগডের রিপোর্ট অনুসারে ২০২৪ সালে বিয়ের গড় খরচ ছিল ৩৬.৫ লক্ষ টাকা যা ২০২৩ সালের থেকে ৭ শতাংশ বেড়ে গিয়েছে।
ম্যারেজ লোন এক্ষেত্রে সহায়ক
জমানো টাকা কম পড়ে যায় যেখানে বিয়ের খরচ জোগাড় করতে গিয়ে, সেখানে এই ধরনের ম্যারেজ লোন সহায়ক হবে অনেকের কাছে। এটি আদপে এক প্রকার পার্সোনাল লোন যা বিয়ের জন্য নেওয়া হয়। বিয়ের জায়গা বুকিং, বিয়ের খাওয়া-দাওয়ার খরচ, ছবি তোলা, অন্যান্য খরচ সামলানোর জন্য এই ঋণ নেওয়া হয়ে থাকে। সব কিছুই এই ঋণের মাধ্যমে ম্যানেজ করে নেওয়া সহজ হয়।
ঋণ নেওয়া আগের থেকে অনেক সহজ
এখন এই ধরনের পার্সোনাল লোন নেওয়া অনেক সহজ হয়ে গিয়েছে। ঘরে বসে খুব কম ডকুমেন্টেশন ছাড়াই কেওয়াইসির মাধ্যমে ঋণ মঞ্জুর হয়ে যায় মিনিট ১৫-র মধ্যে। ২১ বছর থেকে ৬০ বছর বয়স পর্যন্ত যে কোনও ব্যক্তি এই ঋণ নিতে পারেন। চাকরি বা ব্যবসা থেকে স্থির আয় রয়েছে, ৭৫০-এর উপরে ক্রেডিট স্কোর রয়েছে এমন ব্যক্তিরা এই ঋণ সহজেই পেয়ে যাবেন। এতে সুদের হার কম পাওয়ার সুযোগ থাকে। ভারতে এই ধরনের ম্যারেজ লোনের ক্ষেত্রে সুদের হার থাকে ১০ থেকে ২৪ শতাংশ পর্যন্ত। সুদের হার নির্ভর করে আপনার আয়, ক্রেডিট স্কোর আর ব্যাঙ্কের নীতির উপরে। ঋণ শোধের মেয়াদ সাধারণত স্থির করা হয় ১২ মাস থেকে ৫ বছর পর্যন্ত।






















