Airtel: এই অ্যাপের পরিষেবা বন্ধ করবে এয়ারটেল, কী হবে সংস্থার কর্মীদের ?
Airtel Wynk Music App: এয়ারটেল সংস্থা তাঁর উইঙ্ক মিউজিক অ্যাপ (Wynk Music App) বন্ধ করে দিতে চলেছে। মিউজিক ব্যবসা আর করবে না এয়ারটেল। তবে এর জন্য কোনও কর্মীকে সংস্থা ছাঁটাই করবে না।
Bharti Airtel: মিউজিক ব্যবসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতী এয়ারটেল সংস্থা। জানা গিয়েছে এয়ারটেল সংস্থা তাঁর উইঙ্ক মিউজিক অ্যাপ (Wynk Music App) বন্ধ করে দিতে চলেছে। তবে এর সঙ্গে এয়ারটেল এও জানিয়েছে যে এই সংস্থা কোনও কর্মীকেই ছাঁটাই করবে না। উইঙ্ক অ্যাপে কর্মরত সকল কর্মীকেই এয়ারটেল (Bharti Airtel) সংস্থায় কোনও না কোনও জায়গায় চাকরিতে নিয়ে নেওয়া হবে।
অ্যাপল মিউজিকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে এই সংস্থা
সুনীল মিত্তলের নেতৃত্বাধীন এই ভারতী এয়ারটেল জানিয়েছে সম্প্রতি এই সংস্থা অ্যাপল মিউজিকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই বিশেষ চুক্তির মাধ্যমে এয়ারটেল (Bharti Airtel) এখন থেকে কেবলমাত্র আইফোন গ্রাহকদেরই এই মিউজিক ফেসিলিটি দেবে। সুনীল মিত্তল জানিয়েছেন আগামী কয়েক মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে এই উইঙ্ক মিউজিক অ্যাপ। এয়ারটেল আর গানের ব্যবসা করতে চায় না। তবে এই সংস্থা সকল কর্মীকেই চাকরিতে বহাল রাখবে। কাউকে ছাঁটাই করা হবে না।
এয়ারটেল গ্রাহকরা দেখতে পাবেন অ্যাপল টিভি কনটেন্ট
এয়ারটেলের সিইও সুনীল মিত্তল জানিয়েছেন যে যে সমস্ত গ্রাহক উইঙ্ক প্রিমিয়ামের সাবস্ক্রিপশন নিয়ে রেখেছেন তাদের জন্য এয়ারটেল বিশেষ অফার দেবে। এয়ারটেল জানিয়েছে যে এয়ারটেল (Bharti Airtel) এক্সট্রিম ব্যবহারকারীরা এই বছর অ্যাপল টিভির সমস্ত কনটেন্ট দেখতে পাবেন। এয়ারটেল প্রিমিয়াম ওয়াইফাই ও পোস্ট-পেইড সংযোগ থাকলেই এই অ্যাপল টিভির কনটেন্ট দেখতে পাবেন গ্রাহকরা। অ্যাপল মিউজিক ও অ্যাপল টিভির অফারগুলি শুধুমাত্র ভারতের এয়ারটেলের গ্রাহকদেরই দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ব্রিটেনের বিটি গ্রুপ কিনে নিয়েছে ভারতী এয়ারটেল
সম্প্রতি ব্রিটিশ টেলিকম কোম্পানি বিটি গ্রুপ কিনে সকলকে চমকে দিয়েছে ভারতী এয়ারটেল। ভারতী গ্রুপ এই বিটি গ্রুপের সবথেকে বড় শেয়ারহোল্ডার প্যাট্রিক ড্রাহির অল্টিস গ্রুপের ২৪.৫ শতাংশ শেয়ার প্রায় ৪ বিলিয়ন ডলারে কেনার ঘোষণা করেছিল। সুনীল মিত্তল এই চুক্তির জন্য বার্কলেস ব্যাঙ্ক থেকে একটি বড় অঙ্কের ঋণ নিয়েছেন। এই চুক্তির জন্য আরও ঋণ সংগ্রহের চেষ্টা করছে ভারতী গ্রুপ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Nvidia Employees: এই সংস্থার উন্নতিতে কোটিপতি হয়েছেন কর্মীরা, তবু কেন পিছু ছাড়ছে না দুশ্চিন্তা ?