Recharge Plans: দাম কমবে মোবাইল রিচার্জের ? বিএসএনএল-এর মতো এবার সস্তা হবে Jio, VI, Airtel ?
Recharge Tariff Hike: এবার BSNL-এর মতো রিচার্জের দাম হতে পারে Airtel, Jio, Vodafone Idea-র ?
Recharge Tariff Hike: ফের কমতে পারে মোবাইল রিচার্জের দাম। এবার BSNL-এর মতো রিচার্জের দাম কমাতে পারে Airtel, Jio, Vodafone Idea ? কবে থেকে কমতে পারে এই দাম ?
কবে থেকে রিচার্জের দাম বাড়িয়েছে বেসরকারি টেলিকম কোম্পানিগুলি
গত জুলাই মাস থেকে মোবাইল রিচার্জের দাম বাড়িয়েছে বেসরকারি টেলিকম কোম্পানিগুলি। এই রিচার্জ প্ল্যানের মূল্য বৃদ্ধি ভালভাবে নেয়নি গ্রাহকরা। পরবর্তীকালে অনেকেই এই দাম বৃদ্ধি থেকে মুক্তি পেতে সরকারি টেলিকম কোম্পানি BSNL-এর দিকে ঝুঁকেছে। সাম্প্রতিক সংবাদমাধ্য়মের রিপোর্ট বলছে, এবার রিচার্জের দাম কমাতে পারে বেসরকারি টেলিকম সংস্থাগুলি। আসন্ন সরকারি পদক্ষেপের উপর নির্ভর করেই এই মূল্যহ্রাস হতে পারে।
কীসের ভিত্তিতে হয়েছে এই খবর
দ্য সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (COAI) আনুষ্ঠানিকভাবে সরকারকে টেলিকম অপারেটরদের উপর আরোপিত লাইসেন্স ফি কমানোর বিষয়টি বিবেচনা করার জন্য আবেদন করেছে। যার পরই নতুন করে মোবাইল রিচার্জের ফি কমার আশায় বুক বাঁধছে গ্রাহকরা।
কীসের ভিত্তিতে কত ফি নেওয়া হয়
বর্তমানে, টেলিকম কোম্পানিগুলির লাইসেন্স ফি মোট রাজস্বের 8 শতাংশে নেওয়া হয়। যার মধ্যে 5 শতাংশ নেটওয়ার্ক বাধ্যবাধকতা চার্জ অন্তর্ভুক্ত রয়েছে। COAI একটি সংশোধিত ফি কাঠামোর পক্ষে এই লাইসেন্স ফিকে 0.5 শতাংশ থেকে 1 শতাংশের মধ্যে কমিয়ে আনবে৷ তারা বিশ্বাস করে, এই ফি হ্রাস করা হলে আরও কার্যকর নেটওয়ার্ক আপগ্রেড এবং সম্প্রসারণ সহজতর হবে।
কোম্পানিগুলির লাইসেন্স ফির বর্তমান যৌক্তিকতা নিয়ে মুখ খুলেছেন সিওএআই-এর ডিরেক্টর জেনারেল এসপি কোচার। তিনি বলেছেন, হাই লাইসেন্স ফি, বিশেষত পূর্বের স্পেকট্রাম-সম্পর্কিত লজিক সরিয়ে দেওয়ার পরে অযৌক্তিক। তাঁর মতে, এই ফি বর্তমান হারের সঙ্গে প্রশাসনিক ব্যয়ের সামঞ্জস্য রেখে করা উচিত।
টেলিকম অপারেটরদের সরকারের প্রতি কী বক্তব্য
টেলিকম অপারেটররা দাবি করেছে, সরকার ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক এই শিল্পের জন্য নতুন করে চিন্ত ভাবনা করুক। সাম্প্রতিক ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে উঠে এসেছে এই বিষয়। যেখানে মোট রাজস্ব (এজিআর), কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) অবদান, পণ্য ও পরিষেবা কর (জিএসটি) এবং কর্পোরেট কর দেওয়ার পর প্রযুক্তিগত অগ্রগতিতে অর্থ বাঁদা হয়ে দাঁড়াচ্ছে। এই আর্থিক চাপগুলি টেলিকম সংস্থাগুলিকে অন্যান্য খাতের তুলনায় অসুবিধায় ফেলছে। তাই সরকারকে টেলিকম কোম্পানিগুলির ওপর চাপানো ফি কমানোর আবেদন করা হয়েছে।