IPL 2025: প্রাক্তন দলের ঘরের মাঠে এক ইনিংসেই কোহলি, ওয়ার্নারদের পিছনে ফেলে সর্বকালীন ইতিহাস কেএল রাহুলের
KL Rahul: লখনউয়ের ঘরের মাঠে ৪২ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংসে দিল্লি ক্যাপিটালসকে জেতালেন কেএল রাহুল।

লখনউ: বলিউডের কোনও চিত্রনাট্যকার গল্প লিখলেও হয়তো এর থেকে ভাল লিখতে পারতেন না। যে মাঠে যে দলের কর্ণধারের তাঁকে অপমান করার ভিডিও এক সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, শিরোনাম কেড়ে নিয়েছিল, সেই মাঠেই সর্বকালীন ইতিহাস গড়লেন তিনি। তিনি কেএল রাহুল (KL Rahul)। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে (Lucknow Super Giants vs Delhi Capitals) তাঁর ব্যাট থেকেই এল জয়সূচক ছক্কাটি। অপরাজিত থেকে ম্যাচ জিতে মাঠ ছাড়লেন তিনি।
লখনউয়ের বিরুদ্ধে একানা স্টেডিয়ামে ৪২ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলেন কেএল রাহুল। এই ইনিংসের সুবাদেই তিনি আইপিএলে পাঁচ হাজার রানের গণ্ডি পার করে ফেললেন। আর সেটা করলেন বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নারসহ সকল ক্রিকেটারদের থেকে কম সময়ে। মাত্র ১৩০ ইনিংসে পাঁচ হাজার আইপিএল রান পূরণ করলেন তিনি, যা সর্বকালীন রেকর্ড।
𝐊𝐋𝐞𝐚𝐫𝐥𝐲 𝐢𝐧 𝐚 𝐥𝐞𝐚𝐠𝐮𝐞 𝐨𝐟 𝐡𝐢𝐬 𝐨𝐰𝐧 👌
— IndianPremierLeague (@IPL) April 22, 2025
An unbeaten 57* (42) from KL Rahul gets him a well-deserved milestone 👏
Relive his knock ▶️ https://t.co/o6H822E91a#TATAIPL | #LSGvDC | @DelhiCapitals | @klrahul pic.twitter.com/hGDRuFviYA
দ্রুততম পাঁচ হাজার আইপিএল রানের রেকর্ডের মালিক এতদিন ছিলেন ডেভিড ওয়ার্নার। তিনি ১৩৫ ম্যাচে পাঁচ হাজারের গণ্ডি পার করেছিলেন। কোহলির এই মাইলফলক পার করতে লেগেছিল ১৫৭টি ইনিংস। তবে রাহুল তাঁদের সকলের থেকে বেশ খানিকটা আগেই এই গণ্ডি পার করলেন। প্রমাণ করে দিলেন কেন তাঁকে সকলে এত প্রতিভাবান বলে গণ্য করেন।
ম্যাচের শুরুটা করেছিলেন মুকেশ কুমার, আর জয়টা নিশ্চিত করলেন অভিষেক পোড়েল। আইপিএলে আজকের ম্যাচটা লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালসের (LSG vs DC) হলেও, ম্য়াচে নজর কাড়লেন বাংলার দুই তারকা ক্রিকেটার। তাঁদের দৌরাত্ম্যে লখনউকে আট উইকেটে হারাল ক্যাপিটালস। লখনউয়ের বিরুদ্ধে এই মরশুমে দুই ম্যাচই জিতল রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। লখনউয়ের হয়ে ব্যাট হাতে অর্ধশতরানের পর বল হাতে দুই উইকেট নিয়ে চেষ্টা করেছিলেন এডেন মারক্রাম। তবে তাতে জয় এল না।
পোড়েলের সঙ্গে ব্যাট হাতে এই ম্যাচে কেএল রাহুলের জয়ের অবদানও এক অংশেও কম নয়। পোড়েল আউট হওয়ার পর রাহুলের উইকেট পড়ল কিন্তু লখনউয়ের ম্যাচে ফেরার সম্ভাবনা উজ্জ্বল হত। তবে তিনি তো আউট হনইনি, বরং অক্ষরের সঙ্গে ৫৬ রানের পার্টনারশিপে দলের জয় সুনিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি।




















