Liquor Rules In Buses: কত পরিমাণ মদ নিয়ে যাত্রা করতে পারবেন বাসে ? বেশি হলেই কত জরিমানা ? হতে পারে জেল
Alcohol Carry Rules: জানেন, প্রয়োজনীয় রসিদ-সহ কত পরিমাণ মদ বাসে (Alcohol Carry Rules) নিয়ে যতে পারবেন আপনি।
Alchohol Carry Rules: ভুল করেও এই ভুল করবেন না ! বাসযাত্রায় মদ (Liquor Rules)নিয়ে ওঠার আগে জেনে নিন এই নিয়ম। না হলে ৫ হাজার টাকার জরিমানা ছাড়াও হতে পারে ৫ বছরের জেল। জানেন, প্রয়োজনীয় রসিদ-সহ কত পরিমাণ মদ বাসে (Alcohol Carry Rules) নিয়ে যতে পারবেন আপনি।
দেশে গড়ে কত মদ খায় মানুষ
ভারতে প্রচুর পরিমাণে অ্যালকোহল পান করেন সুরাপায়ীরা। পরিসংখ্যান বলছে, ভারতে একজন ব্যক্তি গড়ে 5.7 লিটার অ্যালকোহল পান করেন। ভারতের বিভিন্ন রাজ্যে অ্যালকোহলের দাম আলাদা। কিছু রাজ্যে অ্যালকোহলের দাম বেশি হলেও কিছু রাজ্যে কম। যে রাজ্যে মদের দাম কম, সেখান থেকে মদ কিনে নিজের শহরে নিয়ে যাওয়ার কথা ভাবেন মানুষ। আপনারা জানেন, বাসে আদৌ মদ বহনের অনুমতি আছে কি না ? যদি হ্যাঁ, তাহলে বাসে কত বোতল মদ বহন করা যাবে। এই জন্য নিয়ম কি? আসুন আমরা আপনাকে বলি।
বাসে অ্যালকোহল বহনের নিয়ম
ভারতে ভ্রমণের সময় আপনি কী বহন করতে পারবেন তার জন্য নিয়ম তৈরি করা হয়েছে। কেউ যদি নিয়ম মেনে মদ বহন করে তাতে সমস্যা নেই। তবে অ্যালকোহল কেবলমাত্র সেই রাজ্যগুলিতে বহন করা যেতে পারে, যেখানে অ্যালকোহল নিষিদ্ধ নয়। ভারতে এমন অনেক রাজ্য রয়েছে যেখানে মদ্যপান এবং বিক্রি উভয়ই নিষিদ্ধ।
এছাড়াও, যে রাজ্যগুলিতে অ্যালকোহল নিষিদ্ধ নয়, আপনি দুই লিটার পর্যন্ত অ্যালকোহল বহন করতে পারবেন। কিন্তু এর চেয়ে বেশি অ্যালকোহল নিয়ে গেলে ৫ হাজার টাকা জরিমানা হতে পারে। সেই সঙ্গে ৫ বছরের জেলও হতে পারে।
বাস অপারেটর অস্বীকার করতে পারেন
সস্তায় মদ কেনা এবং এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া একটি ভাল বিকল্প। কিন্তু আপনি বাসে তখনই মদ বহন করতে পারবেন যখন বাস অপারেটর আপনাকে তা করার অনুমতি দেবে। এমনকি যদি বাস অপারেটর তার বাসে মদ বহনের বিরুদ্ধে একটি নিয়ম করে থাকে, আপনি তার সাথে বাসে মদ বহন করতে পারবেন না।
একটি বৈধ বিল থাকতে হবে
এর সঙ্গে আপনি যদি বাসে অ্যালকোহল বহন করতে চান তবে আপনার বৈধ বিল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যে মদের বোতল কিনেছেন তার প্রমাণ দেখাতে হবে। অন্যথায়, আপনাকে জরিমানা করা হতে পারে।