এক্সপ্লোর
Advertisement
Budget 2021 Costly Cheaper Price Rate: এবার পেট্রো পণ্যে কৃষি সেস, পেট্রোলে ২.৫০ টাকা প্রতি লিটার ও ডিজেলে ৪ টাকা প্রতি লিটার
এভাবে পেট্রো পণ্যের দাম বাড়তে থাকায় গোটা দেশেই এখন পেট্রোল ও ডিজেলের দাম দেশের সব মেট্রো শহর এবং অন্যান্য শহরে রেকর্ড উচ্চতা ছুঁয়েছে।
নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এ বছরের বাজেটে পেট্রোল ও ডিজেলের ওপর কৃষি সেস বসানোর কথা ঘোষণা করলেন। আশঙ্কা করা হচ্ছে, এর ফলে পেট্রো পণ্যের দাম আগামী দিনে আরও বাড়তে পারে।
তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির সীমানায় পঞ্জাব ও হরিয়ানার এক দল কৃষক আন্দোলন চালাচ্ছেন। ২৬ জানুয়ারি লাল কেল্লায় তাঁদের তাণ্ডবের পরেও সেই আন্দোলন বন্ধ করতে পারেনি কেন্দ্র। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমণ পেট্রোলে আড়াই টাকা প্রতি লিটার এবং ডিজেলে ৪ টাকা প্রতি লিটার কৃষি সেস বসানোর প্রস্তাব রেখেছেন। যদিও এ দেশে পেট্রো পণ্যের দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারে খনিজ তেলের দাম বাড়া কমার ওপর কিন্তু পেট্রো পণ্য সংস্থাগুলি খুচরো বাজারে পেট্রো পণ্যের দাম বেশ কিছুদিন ধরে বাড়িয়েই চলেছে।
জানুয়ারিতে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছিল ১০ বার, এ মাসে পেট্রোলের দাম বাড়ে লিটার পিছু ২ টাকা ৫৯ পয়সা এবং ডিজেলের দাম বৃদ্ধি হয় প্রতি লিটারে ২ টাকা ৬১ পয়সা। এভাবে পেট্রো পণ্যের দাম বাড়তে থাকায় গোটা দেশেই এখন পেট্রোল ও ডিজেলের দাম দেশের সব মেট্রো শহর এবং অন্যান্য শহরে রেকর্ড উচ্চতা ছুঁয়েছে।
শুধু পেট্রো পণ্য নয়, আরও বেশ কয়েকটি পণ্যের মূল্য বৃদ্ধি হয়েছে এই কেন্দ্রীয় বাজেটে। তালিকায় রয়েছে ইলেকট্রনিকস জিনিসপত্র, মোবাইল ফোন, ফোনের চার্জার, চামড়ার জুতো ইত্যাদি। আবার কিছু জিনিস সস্তাও হয়েছে। এগুলির মধ্যে রয়েছে লোহা, ইস্পাত, নাইলনের জামাকাপড়, তামা দিয়ে তৈরি জিনিসপত্র, বিমা, বিদ্যুৎ, স্টিলের বাসনপত্র ইত্যাদি।
তবে সড়ক নির্মাণ সহ পরিকাঠামোগত কিছু ক্ষেত্রে বিনিয়োগ বাড়িয়ে করোনা পরিস্থিতিতে নাজেহাল দেশবাসীকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রেও বিনিয়োগ বেড়েছে, চেষ্টা করা হয়েছে কর্মসংস্থানের নতুন নতুন সুযোগ তৈরি করার। কর কাঠামোর পরিবর্তন না করেও সাধারণ মানুষের হাতে বেশি টাকা পৌঁছে দেওয়ার চেষ্টা হয়েছে, বিদেশি বিনিয়োগের জন্যও খুলে দেওয়া হয়েছে নতুন কিছু ক্ষেত্র।
ব্যবসা-বাণিজ্যের (Business) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement