এক্সপ্লোর
Advertisement
Union Budget 2021: করদাতারা নাকি পেতে চলেছেন ৮০,০০০ টাকা পর্যন্ত ছাড়?
বর্তমানে, নয়া কর কাঠামো অনুযায়ী বার্ষিক আয় ২.৫ লাখ টাকা পর্যন্ত কোনও আয়কর দিতে হয় না।
নয়াদিল্লি: এবারের বাজেট নিয়ে আলোচনা যেমন শোনা যাচ্ছে, তাতে মনে হচ্ছে, আয়করদাতারা ৫০,০০০ থেকে ৮০,০০০ টাকা পর্যন্ত করছাড় পেতে চলেছেন। পুরনো আয়কর কাঠামো অনুযায়ী কেন্দ্রীয় সরকার স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়াতে পারে, নতুন কর ব্যবস্থায় কর ছাড়ের পর্যায়গুলিতে পরিবর্তন আনতে পারে।
গত বাজেটে শুরু হয় এই নতুন আয় কর কাঠামো। এর ফলে আয়করের রেট কমবে ঠিকই কিন্তু করদাতাদের পুরনো ব্যবস্থার নির্দিষ্ট কিছু ছাড় ও সুবিধে ত্যাগ করতে হবে। যদিও করদাতারা বলছেন, এই ব্যবস্থায় তাঁদের আলাদা তেমন সুযোগ সুবিধে বাড়েনি, এটি নিয়ে তেমন আগ্রহ নেই। তবে কেন্দ্র চাইছে, নয়া কর ব্যবস্থা দ্রুত সাধারণের কাছে জনপ্রিয় করে তুলতে, তাই আসন্ন বাজেটে নতুন কাঠামোর স্ল্যাব রেটে কিছু পরিবর্তন আসতে পারে, যাতে করদাতারা কর মেটানোর পরেও আগের থেকে বেশি পরিমাণে অর্থ বাঁচাতে পারেন।
আজ বাজেট অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সম্ভবত ইতিহাসে প্রথমবার, গত বছর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৪-৫টা মিনি বাজেট পেশ করেন। করোনার জেরে ধুঁকতে থাকা বাজারকে চাঙ্গা করতে ও মানুষের পকেটে অর্থের জোগান দিতে নির্মলা বেশ কয়েকটি ছোট বড় প্যাকেজ ঘোষণা করেন, তার উল্লেখ করে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এই দশকের প্রথম বাজেট অধিবেশন আজ শুরু হল, এই দশকটি ভারতের উজ্জ্বল ভবিষ্যতের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
বর্তমানে, নয়া কর কাঠামো অনুযায়ী বার্ষিক আয় ২.৫ লাখ টাকা পর্যন্ত কোনও আয়কর দিতে হয় না। বার্ষিক আয় আড়াই থেকে ৫ লাখ টাকার মধ্যে হলে ৫ শতাংশ কর বসবে। ৫ থেকে ৭.৫ লাখ টাকার মধ্যে যাঁদের বার্ষিক আয়, তাঁরা দেবেন ১০ শতাংশ কর। আবার সাড়ে সাত থেকে ১০ লাখের মধ্যে বার্ষিক রোজগার হলে ১৫ শতাংশ কর দিতে হবে। যাঁরা বছরে ১০ লাখ থেকে ১২.৫ লাখ টাকা উপার্জন করেন তাঁরা কর দেবেন ২০ শতাংশ। সাড়ে বারো লাখ থেকে ১৫ লাখ টাকা বার্ষিক উপার্জনকারীদের করের হার ২৫ শতাংশ এবং যাঁদের বার্ষিক রোজগার ১৫ লাখ টাকা ও তার বেশি, তাঁদের কর দিতে হয় উপার্জনের ৩০ শতাংশ। ৬০ বছর বয়স পর্যন্ত সব করদাতার জন্য এই করের হার প্রযোজ্য।
একইভাবে পুরনো কর কাঠামো নিয়েও মন্ত্রী-উপদেষ্টা স্তরে আলোচনা চলছে বলে খবর। একটি প্রস্তাব হল, স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়ে দেওয়া। এই মুহূর্তে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০,০০০ টাকা পর্যন্ত। জানা যাচ্ছে, করদাতাদের হাতে যাতে আরও বেশি টাকা থাকে, তাই এটা বাড়ানো হতে পারে।
ব্যবসা-বাণিজ্যের (Business) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement