Budget 2025 Expectations: গাড়ির উপর জিএসটি কমবে এবার ? হাইড্রোজেন জ্বালানিতে জোর ? এবারের বাজেটে হতে পারে এই ৪ ঘোষণা
Automobile Budget 2025: অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে সবথেকে বড় ঘোষণা হতে পারে এবারের বাজেটে গাড়ির দামে জিএসটি হ্রাস। মূলত হাইব্রিড ও বৈদ্যুতিন গাড়ির দামের উপরে জিএসটি কমানো হতে পারে।

Automobile Budget: আগামীকাল ১ ফেব্রুয়ারি ২০২৫-২৬ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশের সমস্ত সেক্টরকে ঘিরেই এই বাজেট গড়ে উঠবে। এর মধ্যে অটোমোবাইল সেক্টরেও কিছু কিছু প্রত্যাশা রয়েছে এবারের বাজেটে (Budget 2025)। আরও উন্নত উৎপাদনের পাশাপাশি গ্রাহক-অনুসারী ব্যবস্থাপনার দিকে (Budget 2025 Expectations) নজর রয়েছে বাজেটে। আর আগামীকালের ঘোষণার প্রত্যক্ষ প্রভাব পড়বে এই সেক্টরের সংস্থার শেয়ারগুলিতে। কী কী স্কিম আসতে পারে এবারের বাজেটে ?
কমবে জিএসটি
অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে সবথেকে বড় ঘোষণা হতে পারে এবারের বাজেটে গাড়ির দামে জিএসটি হ্রাস। মূলত হাইব্রিড ও বৈদ্যুতিন গাড়ির দামের উপরে জিএসটি কমানো হতে পারে। বর্তমানে এই ক্যাটাগরির গাড়িগুলির উপরে যেমন ২৮ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে, সেই মাত্রা কমে হতে পারে ১৮ শতাংশ। এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ বান্ধব যানবাহন এবং সবুজ দীর্ঘস্থায়ী ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবে দেশের মানুষ। এতে গ্রাহক ও উৎপাদনকারী সংস্থা উভয়েই সমানভাবে উপকৃত হবে।
ইভি কম্পোনেন্টের জন্য পিএলআই স্কিম
এবারের বাজেটে দেশের সরকার প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিমের আরও প্রসার ঘটাতে পারে। মূলত বৈদ্যুতিন গাড়ির কম্পোনেন্ট ও ব্যাটারি উৎপাদনের জন্য এই স্কিম অত্যন্ত উপকারী হতে চলেছে। এর মাধ্যমে ভারত একটি বৈশ্বিক ইভি নির্মাণকারী হাবে পরিণত হবে। এর মাধ্যমে তদুপরি গ্রিন মোবিলিটি সলিউশন মিলবে।
হাইড্রোজেন জ্বালানি নিয়ে গবেষণায় জোর
দেশে জ্বালানি তেলের বদলে বিকল্প পন্থার দিকে জোর দেওয়া হচ্ছে বেশিমাত্রায়। এই কারণে দেশের মানুষের মধ্যে বৈদ্যুতিন গাড়ির প্রতি আগ্রহ বেড়েছে, এমনকী এর পাশাপাশি হাইড্রোজেন জ্বালানি নিয়েও গবেষণা চলছে। এর পাশাপাশি উন্নত চার্জিং পরিকাঠামো গড়ে তোলাও জরুরি দেশে। যাতে ইভির দিকে আরও বেশিমাত্রায় নির্ভরশীলতা আসে দেশের গ্রাহকদের।
যানবাহন স্ক্র্যাপিং ইনসেনটিভ
পুরনো যানবাহন স্ক্র্যাপিং নিয়ে নতুন এবং স্বচ্ছ নীতি নির্ধারণ করা হতে পারে এবারের বাজেটে। এর মাধ্যমে নতুন গাড়ির চাহিদা যে শুধু বাড়বে তাই নয়, বরং পরিবেশ দূষণও অনেকাংশে কমে যাবে।
আরও পড়ুন: Budget 2025: কিষাণ যোজনার কিস্তিতে পাবেন বেশি টাকা ! ২০২৫-এর বাজেটে কী উপহার পাবেন কৃষকরা ?






















