Budget 2025: মেডিকেলে বাড়বে আরও ৭৫০০০ আসন, সুযোগ বাড়বে IIT-তেও; বাজেটে শিক্ষাক্ষেত্রে ৫ বড় ঘোষণা
Education Budget 2025: বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে দেশের সমস্ত সরকারি সেকেন্ডারি স্কুলগুলিতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু করা হবে, মেডিকেলে আসন বাড়বে। আরও কী কী সুবিধে ?

Nirmala Sitharaman: ২০২৫-২৬ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শিক্ষাক্ষেত্রে বড় ঘোষণা করেছেন। দেশের সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালগুলি মিলিয়ে শিক্ষার্থীদের জন্য আগামী ৫ বছরের মধ্যে আসন সংখ্যা ব্যাপক হারে বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বাজেটে। তার সঙ্গে আইআইটিগুলিতেও যাতে আসন সংখ্যা (Budget 2025) বাড়ে তার দিকে নজর দিয়েছেন অর্থমন্ত্রী। সরকারি মাধ্যমিক স্তরের (Education Budget 2025) স্কুলগুলিতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণের জন্য তিন বড় সেন্টার নির্মাণের কথাও বলা হয়েছে। দেখে নেওয়া যাক কী কী ঘোষণা হল এবারের বাজেটে।
সরকারি স্কুলে ব্রডব্যান্ড পরিষেবা
বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে দেশের সমস্ত সরকারি সেকেন্ডারি স্কুলগুলিতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু করা হবে এবং এরই সঙ্গে ভারতনেট প্রকল্পের অধীনে আনা হবে দেশের সমস্ত গ্রামীণ ক্ষেত্রের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলিকে।
মেডিকেলে বাড়বে আসন
আগামী বছরগুলিতে দেশের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে ১.১ লক্ষ ইউজি ও পিজি আসন বাড়ানো হয়েছে ১০ বছরের মধ্যে। এবার আগামী ৫ বছরে আরও ৭৫ হাজার আসন সংখ্যা বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
আইআইটিতে বাড়বে আসন
শুধুই মেডিকেলে জোর নয়, দেশের সর্বত্র আরও বেশিমাত্রায় আইআইটির বিস্তার ঘটাতে চেয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন বিগত ১০ বছরে দেশের ২৩টি আইআইটিতে আসন সংখ্যা ৬৫ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ১.৩৫ লক্ষ। এর মধ্যে ২০১৪ সাল থেকে ৫টি আইআইটি প্রতিষ্ঠানে অতিরিক্ত ৬৫০০ শিক্ষার্থীকে পড়ানোর জন্য যথাযথ পরিকাঠামোর ব্যবস্থা করা হয়েছে। আইআইটি পাটনার হস্টেল ও অন্যান্য পরিকাঠামো আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন তিনি।
AI শিক্ষার জন্য সেন্টার ফর এক্সিলেন্স
২০২৩ সালের বাজেটেই দেশে তিনটি এআই সেন্টার ফর এক্সিলেন্স নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন অর্থমন্ত্রী। এগুলি ছিল মূলত কৃষি, স্বাস্থ্য এবং দীর্ঘস্থায়ী শহরাঞ্চলের উপর ভিত্তি করে নির্মিত, এবার শিক্ষার জন্যও একটি আলাদা এআই প্রশিক্ষণ পরিকাঠামো নির্মিত হবে ৫০০ কোটি টাকা খরচ করে।
বাজেটে এবার কর ছাড়ের ক্ষেত্রে বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর শূন্য ঘোষণা করেন তিনি। এই প্রথম আয়করে এত বিপুল ছাড় দেওয়া হল কোনো বাজেটে।
আরও পড়ুন: Budget 2025: গিগ কর্মীদের জন্য স্বাস্থ্যবিমার ঘোষণা কেন্দ্রের, আরও কী কী সুবিধে পাবেন ১ কোটি কর্মী ?
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
