Budget 2025: গিগ কর্মীদের জন্য স্বাস্থ্যবিমার ঘোষণা কেন্দ্রের, আরও কী কী সুবিধে পাবেন ১ কোটি কর্মী ?
Nirmala Sitharaman: এবার অর্থমন্ত্রীর বাজেটে জায়গা পেল গিগ কর্মীরাও (Gig Workers)। ই-শ্রম পোর্টালে দেশের ১ কোটি গিগ কর্মীদের রেজিস্ট্রেশন করানো হবে বলে জানিয়েছেন তিনি।

Union Budget 2025: ২০২৫-২৬ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা শুরু হয়েছে আজ ১ ফেব্রুয়ারি। দেশের উন্নয়নকল্পে নানাবিধ জনহিতকর ঘোষণা করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে অষ্টমবার বাজেট পেশ করছেন নির্মলা সীতারামন। আজ শনিবার সকাল ১১টায় শুরু হয় বাজেট বক্তৃতা। ইতিমধ্যে কৃষি, শিক্ষা, বিমানবন্দর ইত্যাদি সেক্টর নিয়ে প্রকল্পের (Budget 2025) লক্ষ্যমাত্রা জানিয়েছেন তিনি। এবার অর্থমন্ত্রীর বাজেটে জায়গা পেল গিগ কর্মীরাও (Gig Workers)। ই-শ্রম পোর্টালে দেশের ১ কোটি গিগ কর্মীদের রেজিস্ট্রেশন করানো হবে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে তাদের সকলকে সামাজিক সুরক্ষা প্রকল্পের (Social Security Scheme) আওতায় আনা হবে, গিগ কর্মীরা পাবেন স্বাস্থ্যবিমাও, বাজেটে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান সমস্ত গিগ কর্মীদের আইডেন্টিটি কার্ড দেওয়া হবে এবং ই-শ্রম পোর্টালের অধীনে রেজিস্ট্রেসশন করানো হবে তাদের। এমনকী প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় স্বাস্থ্যবিমাও (Budget 2025) দেওয়া হবে এই কর্মীদের। এই উদ্যোগের মাধ্যমে দেশের মোট ১ কোটি গিগ কর্মী উপকৃত হবেন।
ই-শ্রম পোর্টাল হল একটি ওয়ান স্টপ সলিউশন যেখানে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নিবন্ধন করা যায় এবং এর মাধ্যমে সরকারি প্রকল্পগুলির সুবিধে পেতে পারেন তারা। ২০২৪ সাল পর্যন্ত ভারতে ২০ মিলিয়ন গিগ কর্মী ছিল, ২০২১ সালে এই সংখ্যাটি ছিল ৭.৭ মিলিয়ন। কুইক কমার্স অ্যাপ যেমন জেপ্টো, ব্লিঙ্কইট, সুইগি, জোমাটো, ইন্সটামার্টের মত জায়গায় এখন ডেলিভারির কাজ (Budget 2025) করেন বহু মানুষ তারাই মূলত গিগ কর্মী। জোমাটোই এই গিগ কর্মক্ষেত্রের সম্প্রসারণে বড় ভূমিকা নিয়েছে। এই গিগ কর্মীরা একটি সংস্থায় কাজ করলেও তাদের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের পরিষেবা নেই। সারাটা দিন তাদের রাস্তায় রাস্তায় ঘুরেই কেটে যায় চাকরির দায়িত্বের কারণে। কয়েক বছর আগে থেকে সুইগি এবং জোমাটোর মত সংস্থা কর্মীদের জন্য বিমার সুবিধে চালু করেছে।
শুধু তাই নয়, গিগ কর্মীদের মত অসংগঠিত ক্ষেত্রের কর্মীরাও ব্যাঙ্ক থেকে এবার বেশি অঙ্কের ঋণ পেতে পারেন। ৩০ হাজার টাকার সীমা সহ ইউপিআই লিঙ্কড ক্রেডিট কার্ড দেওয়া হবে তাদের, প্রধানমন্ত্রী স্বনিধি যোজনাও আরও বিস্তৃত করা হবে। এর সঙ্গে শহুরে শ্রমিকদের জীবনযাপনের মানোন্নয়নেও নজর দেওয়া হবে সরকারি তরফে।
আরও পড়ুন: Budget 2025 : বাজেটে কৃষকদের জন্য বড় ঘোষণা, প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা আনল সরকার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
