Budget 2022: PM Awas Yojana-য় ৮০ লক্ষ বাড়ি, ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ, কারা পাবেন সুবিধা ?
Union Budget 2022: বাজেটে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা PM Awas Yojana নিয়ে একটি বড় ঘোষণা হয়েছে। আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা নেওয়ার কথা ভাবেন, তাহলে জেনে নিন বিস্তারিত।
Union Budget 2022: ২০২২ সালের বাজেটে বহু ইতিবাচক ঘোষণার সাক্ষী থাকল সংসদ। আজ দেশের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা PM Awas Yojana নিয়ে একটি বড় ঘোষণা হয়েছে। আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা নেওয়ার কথা ভাবেন, তাহলে জেনে নিন বিস্তারিত।
PM Awas Yojana:পিএম আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা
বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন বলেন, ''প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের জন্য ৪৮,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী দিনে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ৮০ লক্ষ বাড়ির নির্মাণ কাজ শেষ হবে। সরকার ২০২২-২৩ সালে গ্রামীণ ও শহরাঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজে আরও বাড়াবে।''
বাড়ির পাশাপাশি পরিশ্রুত পানীয় জল
এদিন অর্থমন্ত্রী জানান, গ্রামীণ ও শহরাঞ্চলে ৬০,০০০ বাড়িকে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগী হিসাবে চিহ্নিত করা হবে। ২০২২-২৩ সালে PM আবাস যোজনার সুবিধাভোগীদের জন্য ৮০ লক্ষ ঘর তৈরির কাজ শেষ হবে। এছাড়াও এই অর্থবর্ষেই 'ঘর নল সে জল যোজনা'য় 3.8 কোটি বাড়ি যুক্ত করা হবে। এর জন্য 60,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে।
২ কোটি বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা
প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সব গরিব ও অভাবীদের জন্য পাকা বাড়ির সুবিধা শুরু হয়েছিল। এই প্রকল্পের আওতায় কোটি কোটি মানুষকে বাড়ি দেওয়া হয়েছে। ২০২২ সালের মার্চের মধ্যে ২ কোটি বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে।
২০১৫ সালে শুরু হয়েছিল স্কিম
২০১৫ সালে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প শুরু করেছিল। এই প্রকল্পের অধীনে সরকার আর্থিকভাবে দুর্বলদের ঘর দেওয়া কাজ শুরু করেছিল। সরকারের লক্ষ্য, ২০২২ সালের মধ্যে বস্তি ছাড়াও কাঁচা ঘরে বসবাসকারী মানুষদের ঘর দেওয়া। তবে শুধু ঘর নয়, এর পাশাপাশি সরকার ঋণ ও ভর্তুকি দেওয়ার সুবিধাও দিচ্ছে। যা স্বাভাবিকভাবেই বাজেটে মোদি সরকারের ইতিবাচক দিক বলেই বলছে অর্থনৈতিক মহল।