এক্সপ্লোর
Advertisement
বাজেটে ক্রীড়াক্ষেত্রে বরাদ্দ বাড়ল ৫০ কোটি টাকা
এ বছরই অলিম্পিক। ঠিক তার আগেই বাজেটে জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলির জন্য বরাদ্দ কমিয়ে দেওয়া হল।
নয়াদিল্লি: এবারের বাজেটে ক্রীড়া খাতে ২,৮২৬ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। গতবারের চেয়ে বরাদ্দ বেড়েছে ৫০ কোটি টাকা। গতবারের বাজেটে প্রথমে ক্রীড়াক্ষেত্রে বরাদ্দ করা হয়েছিল ২,২১৬.৯২ কোটি টাকা। পরে বরাদ্দ বাড়িয়ে করা হয় ২,৭৭৬.৯২ কোটি টাকা। এবার ‘খেলো ইন্ডিয়া’-য় বরাদ্দ বেড়েছে ২৯১.৪২ কোটি টাকা। তৃণমূল স্তর থেকে খেলোয়াড় তুলে আনার মঞ্চ হল ‘খেলো ইন্ডিয়া’। সেখানে বরাদ্দ বাড়িয়ে অন্য ক্ষেত্রগুলিতে বরাদ্দ কমানো হয়েছে।
এ বছরই অলিম্পিক। ঠিক তার আগেই বাজেটে জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলির জন্য বরাদ্দ কমিয়ে দেওয়া হল। গতবারের বাজেটে ক্রীড়া ফেডারেশনগুলির জন্য ৩০০.৮৫ কোটি টাকা বরাদ্দ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কিন্তু এবার বরাদ্দ ৫৫ কোটি টাকা কমিয়ে করা হয়েছে ২৪৫ কোটি টাকা। ক্রীড়াবিদদের উৎসাহ ভাতা বাবদ অর্থও অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। গতবার এই খাতে বরাদ্দ করা হয়েছিল ১১১ কোটি টাকা। এবার বরাদ্দ করা হয়েছে ৭০ কোটি টাকা। জাতীয় ক্রীড়া উন্নয়ন তহবিলের বরাদ্দও গতবারের ৭৭.১৫ কোটি টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৫০ কোটি টাকা। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার বাজেটও ৬১৫ কোটি টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৫০০ কোটি টাকা।
এছাড়া ২০১০ কমনওয়েলথ গেমস-সাই স্টেডিয়া সংস্কার খাতে বরাদ্দ ৯৬ কোটি টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৭৫ কোটি টাকা। ক্রীড়াবিদদের জন্য কল্যাণমূলক তহবিলে অবশ্য আগের মতোই ২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জম্মু ও কাশ্মীরে ক্রীড়াক্ষেত্রে উন্নতির জন্য আগের মতোই ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। লক্ষ্মী বাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশনের জন্য বরাদ্দ পাঁচ কোটি টাকা বাড়িয়ে করা হয়েছে ৫৫ কোটি টাকা।
ব্যবসা-বাণিজ্যের (Business) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বাংলাদেশ
জেলার
জেলার
Advertisement