Economic Survey 2022: প্রাক বাজেট আর্থিক সমীক্ষা পেশ করবেন নির্মলা, জিডিপি-তে নজর গোটা দেশের
Economic Survey 2022: আর্থিক সমীক্ষাকে দেশের অর্থনীতির রিপোর্ট কার্ড হিসেবে ধরা হয়। শিল্প, কৃষি কোন ক্ষেত্রে কী পরিবর্তন এসেছে, কত আয় হয়েছে, উৎপাদনই বা কত বেড়েছে, বিশদ পরিসংখ্যান তুলে ধরা হয়।
নয়াদিল্লি: রাত পোহালেই সংসদে বাজেট পেশ। তার আগে সোমবার লোকসভায় ২০২১-’২২ অর্থবর্ষের আর্থিক সমীক্ষা পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এ দিন ভাষণ দিয়ে সংসদের বাজেট অধিবেশনের সূচনা করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার পরই আর্থিক সমীক্ষা তুলে ধরবেন নির্মলা। একই সঙ্গে ২০২০-’২১ অর্থবর্ষের মোট অভ্যন্তরীণ উৎপাদন অর্থাৎ জিডিপি (Gross Domestic GDP/GDP) সংক্রান্ত বিশদ তথ্যও তুলে ধরবেন।
আর্থিক সমীক্ষাকে দেশের অর্থনীতির রিপোর্ট কার্ড হিসেবে ধরা হয়। শিল্প, কৃষি কোন ক্ষেত্রে কী পরিবর্তন এসেছে, কত আয় হয়েছে, কত কর্মসংস্থানের ব্যবস্থা করা গিয়েছে, উৎপাদনই বা কত বেড়েছে, আমদানি-রফতানি কোন পর্যায়ে রয়েছে, সেই সংক্রান্ত বিশদ পরিসংখ্যান তুলে ধরা হয়। তার নিরিখে আগামী দিনে কী কী পদক্ষেপ করতে হবে, তারও প্রস্তাব দেওয়া হয়। আর তার মধ্যেই থাকে জিডিপি বৃদ্ধির পরিসংখ্যান।
মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা (CEA)-ই মূলত আর্থিক সমীক্ষার রূপকার। কিন্তু মেয়াদ শেষএ গত বছর শিক্ষাক্ষেত্রে ফিরে গিয়েছে কৃষ্ণমূর্তি সুব্রমণ্যম। তাঁর অনুপস্থিতিতে এ বছরের প্রাক বাজেট এই সমীক্ষার দায়িত্বে ছিলেন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল এবং অন্য আধিকারিকরা। আগামী শুক্রবার থেকে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব নেবেন ভি অনন্ত নাগেশ্বরন।
আরও পড়ুন: Budget 2022: রাত পোহালেই সংসদে বাজেট|Bangla News
অতিমারি দেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলেছে, তা জানতে জিডিপি সংক্রান্ত পরিসংখ্যানের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। ২০২১ সালের জানুয়ারি মাসে প্রকাশিত আর্থিক সমীক্ষায় কেন্দ্র জানিয়েছিল, ২০২১-’২২ অর্থবর্ষে ১১ শতাংশ জিডিপি বৃদ্ধি ঘটবে বলে আশাবাদী তারা। কিন্তু গত বছর মে মাসে সামনে আসা পরিসংখ্যানে দেখা যায়, ২০২০-’২১ অর্থবর্ষে ভারতের জিডিপি ৭.৩ শতাংশ তলিয়ে গিয়েছে। স্বাধীনতার পর বিগত ৪০ বছর ধরে জিডিপি-র অঙ্ক কষলেও, এতটা সঙ্কোটন কখনও দেখা যায়নি। ২০২০-’২১ অর্থবর্ষে ৮ শতাংশ জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল কেন্দ্র। তাই ১১ শতাংশ জিডিপি বৃদ্ধি পূর্বাভাস নিয়ে সংশয়ী বিশেষজ্ঞরা।
কেন্দ্রের তরফে কোনও ইঙ্গিত দেওয়া না হলেও, ২০২২-’২৩ অর্থবর্ষের জন্য ৯ শতাংশ জিডিপি বৃদ্ধির লক্ষ্য রাখা হতে পারে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। এর আগে রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া ২০২১-’২২ অর্থবর্ষে ৯.৫ শতাংশ জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। ততটা পূরণ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।